ONGC Gas Leak: ওএনজিসি-র গ্যাস লিক করে ভয়াবহ বিস্ফোরণ...বিরাট আগুনের গোলা, ধোঁয়ায় ঢাকল আকাশ, অন্যত্র সরানো হচ্ছে গ্রামবাসীদের

Last Updated:

পঞ্চায়েত আধিকারিক এবং স্থানীয় প্রশাসন গ্রামবাসীকে অবিলম্বে এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকায় অনেক বাসিন্দা তাঁদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন।

News18
News18
হায়দরাবাদ: নারকেল গাছের ঘন সারির পিছনে বিরাট আগুনের গোলা৷ কালো ধোঁয়ায় ঢেকে গেল আকাশ৷ অন্ধ্রপ্রদেশের ড. বি আর অম্বেদকর কোনাসীমা জেলায় ONGC -র গ্যাসের পাইপলাইন লিক করে ভয়াবহ দুর্ঘটনার জেরে আতঙ্ক ছড়াল আশপাশের গোটা এলাকায়৷ আতঙ্কে দিশেহারা হয়ে যান বিস্ফোরণ স্থলে থাকা কর্মচারী থেকে শুরু করে স্থানীয় এলাকার বাসিন্দারা৷ মালিকিপুরম মণ্ডলের ইরশুমন্ডা গ্রামে বিস্ফোরণের পরে টানা ২ ঘণ্টা ধরে গ্যাস লিক করতে থাকে বলে জানা গিয়েছে৷
জানা গিয়েছে, খনি এলাকার ওই পাইপলাইন থেকে পাঠানো বেরনো বন্ধ হয়ে গিয়েছিল৷ সম্প্রতি সেখানে কিছু সংস্কারমূলক কাজ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ সোমবার সেই কাজ চালানোর সময়েই হঠাৎ করে খনিজ তেল সহ বিশাল পরিমাণে গ্যাস বেরিয়ে আসে পাইপলাইন থেকে৷ তাতেই আগুনের স্ফূলিঙ্গ ছুঁয়ে ফেলে আকাশ৷
স্থানীয় আধিকারিকেরা জানিয়েছেন, লিক হওয়া গ্যাসেই দ্রুত আগুন লেগে যায়৷ গ্রামবাসী থেকে কর্মচারীরা সকলেই ভয় পেয়ে যান৷ ঘন ধোঁয়াশায় ঢেকে যায় গোটা এলাকা৷
advertisement
advertisement
যে কোনও রকমের দুর্ঘটনা এড়াতে স্থানীয় এলাকার তিনটি গ্রামের মানুষদের ওভেন জ্বালানো থেকে শুরু করে ইলেকস্ট্রিটি ব্যবহার করা, সব বারণ করে দেওয়া হয়৷ লাউড স্পিকারের করে সচেতনতমূলক নির্দেশ দেন ওএনজিসি কর্তৃপক্ষ৷
পঞ্চায়েত আধিকারিক এবং স্থানীয় প্রশাসন গ্রামবাসীকে অবিলম্বে এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকায় অনেক বাসিন্দা তাঁদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন।
advertisement
জানা গিয়েছে, পরে ওএনজিসি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে কর্তৃপক্ষ এলাকাটি ঘিরে রেখেছেন এবং ঘটনাস্থলের উপর নিবিড় নজর রাখছেন৷ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ওএনজিসি কর্মকর্তারা বর্তমানে ঘটনাস্থলে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
advertisement
পূর্ব গোদাবরী জেলা এবং অন্ধ্রপ্রদেশের আশেপাশের অঞ্চলে কৃষ্ণ গোদাবরী ব-দ্বীপ অববাহিকায় ONGC-এর একটি উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। ওএনজিসি রাজামুন্দ্রি অনশোর অ্যাসেট এবং ইস্টার্ন অফশোর অ্যাসেটের মাধ্যমে কাজ করে৷ বঙ্গোপসাগরের একাধিক অফশোর রিগ এবং পূর্ব গোদাবরীর অনশোর ক্ষেত্র থেকে প্রাকৃতিক গ্যাস, অপরিশোধিত তেল এবং সংশ্লিষ্ট হাইড্রোকার্বন উৎপাদন করে।
অফশোর প্ল্যাটফর্ম থেকে হাইড্রোকার্বনগুলি একটি সাব-সি এবং অন-শহর পাইপলাইন নেটওয়ার্কের মাধ্যমে পুদুচেরির ইয়ানাম জেলা এবং অন্ধ্রপ্রদেশের মাল্লাভারমে ONGC-এর অন-শহর প্রক্রিয়াকরণ প্লান্টগুলিতে পাঠানো হয়।
advertisement
প্রক্রিয়জাতকরণের পর, গ্যাস জাতীয় ট্রান্সমিশন নেটওয়ার্কগুলিতে সরবরাহ করা হয়, যখন অপরিশোধিত তেল আরও হ্যান্ডলিং এবং অন্যান্য স্থানে পরিশোধনের জন্য পাঠানো হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ONGC Gas Leak: ওএনজিসি-র গ্যাস লিক করে ভয়াবহ বিস্ফোরণ...বিরাট আগুনের গোলা, ধোঁয়ায় ঢাকল আকাশ, অন্যত্র সরানো হচ্ছে গ্রামবাসীদের
Next Article
advertisement
Mamata Banerjee Suvendu Adhikari: মুড়িগঙ্গার উপরে গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মমতার, খরচ ১৭০০ কোটি! ভোটের আগে ধাপ্পা, দাবি শুভেন্দুর
গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মমতার, খরচ ১৭০০ কোটি! ভোটের আগে 'ধাপ্পা', দাবি শুভেন্দুর
  • মুড়িগঙ্গার উপরে গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মুখ্যমন্ত্রীর৷

  • ১৭০০ কোটি টাকা খরচে রাজ্য সরকার তৈরি করবে সেতু, জানালেন মমতা৷

  • ভোটের আগে আরও একটা 'ধাপ্পা', কটাক্ষ শুভেন্দুর৷

VIEW MORE
advertisement
advertisement