Ganga Vilas: গঙ্গাবিলাসের উদ্বোধন প্রধানমন্ত্রী মোদির, জানুন এর টিকিটের দাম-বাকি তথ্য

Last Updated:

Ganga Vilas: এই ক্রুজে ৫ স্টার রেস্টুরেন্টের মতো সুবিধা রয়েছে।

গঙ্গাবিলাস
গঙ্গাবিলাস
বারাণসী: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে এদিন উদ্বোধন হল গঙ্গাবিলাস ভেসেলের। ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রায় ৩২০০ কিলোমিটার পথ অতিক্রম করবে এই অত্যাধুনিক ত্রুজটি। দুই দেশের মধ্যে থাকা ২৭টি নদীও অতিক্রম করবে এই যাত্রা। এই ৫১দিনের যাত্রাপথে কিছু ঐতিহ্যশালী জায়গা, জাতীয় উদ্যান সহ প্রায় ৫০টি পর্যটন কেন্দ্র ঘুরিয়ে দেখানো যাবে।
এদিন এই পরিষেবা উদ্বোধনের সময়ে প্রধানমন্ত্রী বলেন, এই ক্রুজটি ২৫টি বিভিন্ন নদীর মধ্য দিয়ে যাবে। যাঁরা ভারতের সমৃদ্ধ ঐতিহ্যের অভিজ্ঞতা নিতে চান, তাঁদের জন্য এটি দুর্দান্ত সুযোগ। এই যাত্রায় আমরা ভারতের ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব ছবি দেখতে পাব।
advertisement
এই ক্রুজে ৫ স্টার রেস্টুরেন্টের মতো সুবিধা রয়েছে। গঙ্গা বিলাস ক্রুজে রেস্তোরাঁ, সঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, জিম, স্পা, ওপেন-এয়ার অবজারভেশন ডেকের মতো পরিষেবা রয়েছে। ক্রুজে ১৮টি স্যুট থাকবে। এই স্যুটগুলি খুবই বিলাসবহুল। রেস্তোরাঁটিতে কয়েকটি বুফে কাউন্টার রয়েছে, যেখানে কন্টিনেন্টাল এবং ভারতীয় খাবার পরিবেশন করা হবে। এটিই হবে বিশ্বের সবচেয়ে বড় রিভার ক্রুজ। একজন অফিসার জানিয়েছেন, এই ক্রুজে পর্যটকদের জন্য সব বিলাসবহুল সুবিধা থাকবে। পর্যটকদের কোনো ধরনের সমস্যা হবে না।
advertisement
বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজের টিকিটের দাম কত হবে তা এখনও স্পষ্ট নয়। মানিকন্ট্রোলের এক প্রতিবেদনে ভ্রমণ সংস্থা আনতারা লাক্সারি রিভার ক্রুজেসের ভারতে সেলস এবং মার্কেটিং ডিরেক্টর কাশিফ সিদ্দিকী প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। তাঁদের তরফে থেকে বলা হয়েছে, দর্শনীয় স্থান এবং বিনোদন পরিষেবার জন্য দিতে হবে ৪২ হাজার টাকা। প্রতি রাতের মাথাপিছু খরচ ৮৫ হাজার টাকা। প্যাকেজের মোট খরচ ৪০ লাখ টাকা। গত বছর আগেই ৩৮ লাখ টাকায় টিকিট বিক্রি হয়েছিল।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ganga Vilas: গঙ্গাবিলাসের উদ্বোধন প্রধানমন্ত্রী মোদির, জানুন এর টিকিটের দাম-বাকি তথ্য
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement