corona virus btn
corona virus btn
Loading

সংঘর্ষের পর Shyok নদীতে পড়ে যান কয়েকজন ভারতীয় জওয়ান, Shyok-এর অর্থ মৃত্যু !

সংঘর্ষের পর Shyok নদীতে পড়ে যান কয়েকজন ভারতীয় জওয়ান, Shyok-এর অর্থ মৃত্যু !
Photo: Collected

পয়েন্ট ১৮-র কাছ দিয়ে বয়ে গিয়েছে Shyok নদী। Shyok-এর অর্থ মৃত্যু। নাম থেকেই আন্দাজ করা যায় এই নদীর ভয়াবহতা।

  • Share this:

#লেহ: লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতের সঙ্গে চিনা সেনার রক্তক্ষয়ী সংঘর্ষে শহিদ হয়েছেন কর্নেল-সহ ভারতীয় সেনার ২০ জন জওয়ান।

ভূপৃষ্ঠ থেকে কমপক্ষে ১৭ হাজার ফুট উচ্চতায় গালওয়ান ভ্যালি। এমন প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার সবরকম প্রশিক্ষণই রয়েছে ভারতীয় সেনার কাছে। এমনকী, মার্কিন সেনাও লাদাখের মতো এলাকায় ভারতীয় সেনার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে যায়। কিন্তু, চিনা সেনার হামলার পাশাপশি, ভারতীয় জওয়ানদের লড়তে হয়েছে বরফ শীতল Shyok নদীর জলের সঙ্গেও।

পয়েন্ট ১৮-র কাছ দিয়ে বয়ে গিয়েছে Shyok নদী। Shyok-এর অর্থ মৃত্যু। নাম থেকেই আন্দাজ করা যায় এই নদীর ভয়াবহতা। সারাবছরই এই নদীর জল হিমাঙ্কের নীচেই থাকে। চিনা সেনার সঙ্গে সংঘর্ষের পর আহত ভারতীয় জওয়ানদের কয়েকজন এই নদীতে পড়ে যান। একদিকে আহত, অন্যদিকে কনকনে Shyok নদীর স্রোতেই অবস্থার আরও অবনতি হয় তাঁদের।

Published by: Siddhartha Sarkar
First published: June 18, 2020, 12:23 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर