G20 Summit: হাসিনার সঙ্গে বৈঠক! বাংলায় ট্যুইট করে মোদি বললেন, 'ফলপ্রসূ আলোচনা হয়েছে'

Last Updated:

G20 Summit: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এদিন বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে বৈঠকের বিষয়টি নিয়ে ট্যুইট করেন তিনি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এদিন বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (ছবি সৌজন্যে-ANI)
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এদিন বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (ছবি সৌজন্যে-ANI)
নয়া দিল্লি: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এদিন বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে বৈঠকের বিষয়টি নিয়ে ট্যুইট করেন তিনি। পরে বৈঠকের বিষয়টি নিয়ে ট্যুইট করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি লেখেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। আমাদের আলোচনায় কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল।”
advertisement
জি ২০ সম্মেলনের জন্য একে একে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা দিল্লিতে এসে পৌঁছছেন। এদিন সন্ধ্যায় দিল্লিতে আসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইতিমধ্যে দিল্লিতে এসে পৌঁছছেন সস্ত্রীক জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। পাশাপাশি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, দক্ষিণ আফ্রিকার প্রধানমন্ত্রী এবং ব্রাজিলের প্রধানমন্ত্রীও ভারতে এসেছেন।
advertisement
প্রসঙ্গত, আগামীকাল থেকে নয়া দিল্লিতে শুরু হবে জি ২০ সম্মেলন। ৯ এবং ১০ সেপ্টেম্বর G20 সম্মেলনের জন্য বিদেশি অতিথিদের আগমনের প্রক্রিয়া চলছে। এই সম্মেলনে ১৯টি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারের প্রধানরা অংশ নেবেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নও এই সম্মেলনে অংশ নেবে। জি-টোয়েন্টি সদস্য দেশ ছাড়াও অন্যান্য ৯টি দেশের রাষ্ট্রপ্রধান অতিথি দেশ হিসেবে বৈঠকে অংশ নিচ্ছেন।
advertisement
এই ৯টি দেশ হল বাংলাদেশ, মিশর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন এবং সংযুক্ত আরব আমিরশাহিকে। রাষ্ট্রপুঞ্জ, আইএমএফ, বিশ্ব ব্যাঙ্ক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ডব্লিউটিও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ফিনান্সিয়াল স্টেবিলিটি বোর্ড এবং ওইসিডি-র মতো বিশ্ব সংগঠনগুলিও জি২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে চলেছে। এর বাইরে আফ্রিকান ইউনিয়ন, এইউডিএ-এনইপিএডি, এএসইএএন, আইএসএ, সিডিআরআই এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কেরও যোগ দেওয়ার কথা।এ পর্যন্ত মোট ১৭টি G20 বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই ১৮তম G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে নয়াদিল্লিতে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
G20 Summit: হাসিনার সঙ্গে বৈঠক! বাংলায় ট্যুইট করে মোদি বললেন, 'ফলপ্রসূ আলোচনা হয়েছে'
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement