G-20 বৈঠকে ১৫ মিনিটের ভাষণ প্রধানমন্ত্রীর, বলার সুযোগ পেলেন না মুখ্যমন্ত্রী

Last Updated:

বৈঠকে সূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলার জায়গা ছিল বলেই সূত্রের খবর।

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
#নয়া দিল্লি: একই সপ্তাহে পরপর দুবার মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু শুক্রবারের বৈঠকে বলার সুযোগ পেলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধু এ রাজ্যের মুখ্যমন্ত্রী নয়, বিহার, ত্রিপুরা সহ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীও বৈঠকে বলতে পারেননি বলেই সূত্রের খবর।
যদিও বৈঠকে সূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলার জায়গা ছিল বলেই সূত্রের খবর। G-20 নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "সবকিছু করতে হবে রাজনীতির উর্ধ্বে গিয়ে। রাজ্যে নতুন কী সম্ভাবনা রয়েছে, সেগুলি আপনারা তুলে ধরুন। নিজের রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস ওনাদের সামনে তুলে ধরুন। বিদেশের প্রতিনিধিদের একটা মনোরম পরিবেশে স্বাগত জানাবেন।"
advertisement
এদিন বৈঠকে শুরুতেই উদ্বোধনী ভাষণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর বিদেশ মন্ত্রীও তাঁর বক্তব্য তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সামনে। তারপরেই একে একে কেরলের রাজ্যপাল, জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সহ কয়েকটি রাজ্যের প্রতিনিধি তাঁদের বক্তব্য তুলে ধরেন। বিকেল পাঁচটা থেকে বৈঠক শুরু হলেও সন্ধে ৬টা ৪৫ মিনিট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য রাখার সময় ছিল ওই বৈঠকে।
advertisement
advertisement
বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহিলাদের নিরাপত্তায় বিশেষ করে জোড় দিতে বলেন বলেই সূত্রের খবর। প্রধানমন্ত্রী বলেন প্রতিনিধিদের মধ্যে যাঁরা মহিলা প্রতিনিধি থাকবেন, তাঁদেরকে আলাদা নিরাপত্তায় রাখতে হবে। পাশাপাশি রাজ্যগুলি মহিলাদের জন্য কী কী করেছে, সেই বিষয়গুলিও G-20 সম্মেলনে তুলে ধরার উপর জোর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইসঙ্গে তিনি বিদেশ মন্ত্রকের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলার পরামর্শ এদিন দেন বলে সূত্রের খবর।
advertisement
এদিনের বৈঠকে সম্মেলনকে মাথায় রেখে নির্দিষ্টভাবে টিম তৈরির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি প্রত্যেকটি বৈঠকের তথ্য যাতে সংরক্ষিত থাকে সে বিষয়েও এদিনের বৈঠকে বলেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, এদিনের বৈঠকে মোট ১৫ মিনিট ভাষণ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে শুরু থেকেই যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিবও। গত সোমবারই বৈঠকে উপস্থিত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন রাজ্য সবরকম সহযোগিতা করবে এই সম্মেলনকে নিয়ে।
পাশাপাশি রাজ্যে এখনও পর্যন্ত বেশ কয়েকটি সম্মেলন হবে বলে স্থির হয়েছে। আগামী সপ্তাহে সচিব পর্যায়ে আরও কয়েকটি বৈঠক হওয়ার কথা রয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
G-20 বৈঠকে ১৫ মিনিটের ভাষণ প্রধানমন্ত্রীর, বলার সুযোগ পেলেন না মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement