#নয়াদিল্লি: অসংগঠিত ক্ষেত্রের চাকুরীজীবীদের ভবিষ্যত অনেক বেশি অনিশ্চিত। তাই এই সমস্ত ক্ষেত্রের কর্মীদের ভবিষ্যতের সুরক্ষায় নয়া সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার থেকে অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের ইপিএফ-এ অর্থাত্ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে জমা হওয়া মাসিক আয়ের 12 শতাংশের পুরোটাই এবার থেকে জমা দেবে কেন্দ্রীয় সরকার।
বৃহস্পতিবার মন্ত্রীসভার বৈঠকের পর একথা ঘোষণা করেছে অর্থ প্রতিমন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ার। প্রথম দফায় আগামী তিন বছর পর্যন্ত বেতনের 12 শতাংশ নতুন কর্মীদের জন্য ইপিএফ ও পেনশন ফাণ্ডে জমা করবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।তবে কেন্দ্রের এই নীতি শুধুমাত্র নতুন কর্মীদের জন্যই কার্যকর হবে। পুরনো কর্মীরা এই নীতির সুবিধা পাবেন না।
কেন্দ্রীয় সরকারের এই নয়া সিদ্ধান্তের ফলে কোষাগারে বাড়তি 6 হাজার 500 কোটি টাকা থেকে দশ হাজার কোটি টাকা খরচের চাপ পড়বে। তবে এর ফলে দেশজুড়ে প্রায় এক কোটিরও বেশি চাকুরীজীবী মানুষ উপকৃত হবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Employees Provident Fund Organisation, EPF contribution, EPFO