আমেরিকা বারবার সেরা ট্যাঙ্ক, যুদ্ধ বিমান দিয়েছে পাকিস্তানকে! কিন্তু শেষ হাসি ভারতেরই, কেন জানেন? পিছনের রহস্য জানলে চমকে উঠবেন
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
কিন্তু, কীভাবে আমেরিকার বিভিন্ন অস্ত্র জব্দ করল ভারত? ভারতের সঙ্গে পাকিস্তানের দ্বন্দ্ব অনেকদিনের। ও দেশ থেকে জঙ্গি অনুপ্রবেশ হচ্ছে বলে বহুদিন ধরেই অভিযোগ করে আসছে ভারত। কিন্তু, ইতিহাসে দেখা গিয়েছে যখনই ভারতের বিরুদ্ধে পাকিস্তান যুদ্ধের আঙিনায় এসেছে, তাঁদের সাহায্য করেছে আমেরিকা।
ভারতের সঙ্গে পাকিস্তান এখনও পর্যন্ত চারটি যুদ্ধে জড়িয়েছে। প্রতিটি ক্ষেত্রেই ল্যাজেগোবরে হয়েছে পাকিস্তান। আমেরিকার দেওয়া অস্ত্রে ধারেভারে এগিয়ে থেকেও যুদ্ধে নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। কিন্তু, কীভাবে আমেরিকার বিভিন্ন অস্ত্র জব্দ করল ভারত? ভারতের সঙ্গে পাকিস্তানের দ্বন্দ্ব অনেকদিনের। ও দেশ থেকে জঙ্গি অনুপ্রবেশ হচ্ছে বলে বহুদিন ধরেই অভিযোগ করে আসছে ভারত।
কিন্তু, ইতিহাসে দেখা গিয়েছে যখনই ভারতের বিরুদ্ধে পাকিস্তান যুদ্ধের আঙিনায় এসেছে, তাঁদের সাহায্য করেছে আমেরিকা। ১৯৭১ সালের যুদ্ধ হোক, কার্গিল হোক বা কিছুদিন আগের অপারেশন সিঁদুর এবং পরবর্তীতে ভারত-পাক সংঘর্ষে আমেরিকার দেওয়া বিভিন্ন সেরা যুদ্ধাস্ত্র ধ্বংস করেছে ভারত। দেখে নেওয়া যাক আমেরিকার দেওয়া কোন কোন সেরা যুদ্ধাস্ত্র ধ্বংস করেছে ভারত।
advertisement

advertisement
অপ্রতিরোধ্য প্যাটন ট্যাঙ্ক
১৯৬৫ সালে ইন্দো-পাক যুদ্ধে পাকিস্তানি ট্যাঙ্ককে ধুলোয় মিশিয়ে দিয়েছিল ভারত। সেই সময় আমেরিকার দেওয়া অন্যতম অত্যাধুনিক প্যাটন ট্যাঙ্ক ছিল পাকিস্তানের কাছে। এই ট্যাঙ্ককে অপ্রতিরোধ্য হিসাবে ধরা হত। অন্যদিকে, ভারতের ছিল ব্রিটিশ আমলের সেঞ্চুরিয়ন এবং শেরমান ট্যাঙ্ক।
advertisement
সেই সময় ভারতীয় সেনার আব্দুল হামিদ আরসিএল (রকেট লঞ্চার মাউন্টেড জিপ) দিয়ে ধ্বংস করে দেন একের পর এক এই অত্যাধুনিক ট্যাঙ্ক। হামিদ একাই সাতটি ট্যাঙ্ক ধ্বংস করে দেন। এই ঘটনা যুদ্ধের ইতিহাসে অনন্য হয়ে আছে কীভাবে অত্যাধুনিক ‘অপ্রতিরোধ্য’ প্যাটন ট্যাঙ্ক ভারতীয় সেনাবাহিনীর সামনে খড়কুটোর মতো উড়ে গিয়েছিল। আব্দুল হামিদের বীরগাথা এখনও চর্চিত হয়।
advertisement

পিএনএস গাজি: আমেরিকার অহংকার
সালটা ১৯৭১, ভারতের সঙ্গে আবারও যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান। এবারের যুদ্ধটা শুধু স্থলে নয়, হয়েছিল জলে। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম অহংকার ছিল পিএনএস গাজি সাবমেরিন। জলসীমায় যুদ্ধক্ষেত্রে বিপদ হয়ে দাঁড়িয়েছিল এই পাক সাবমেরিন। কিন্তু সেখানেও ভারতের সামনে কুপোকাত হয়ে যায় পাকিস্তান। ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্ত ধ্বংস করার পরিকল্পনা ছিল গাজির। কিন্তু, তা জানতে পেরে বিক্রান্তের বদলে আইএনএস রাজপুতকে বঙ্গোপসাগরে পাঠায় ভারতীয় নৌসেনা। এরপরে সাগরের যুদ্ধ ডুবে যায় আমেরিকার অহংকার গাজি সাবমেরিন। একইসঙ্গে ৯৩ জন নাবিকের সলিল সমাধি হয় এই ঘটনায়। নৌ বহরে নয় বুদ্ধিমত্তায় ভারত যে কয়েক যোজন এগিয়ে এই ঘটনা গোটা বিশ্বকে দেখায় ভারত।
advertisement

রুশ বুড়ো ঘোড়ায় জব্দ মার্কিন যুদ্ধ বিমান
২০১৯ পুলওয়ামা হামলার প্রেক্ষিতে জঙ্গিঘাঁটিতে প্রিসিশন স্ট্রাইক করে ভারত। এরপরেই পাকিস্তানের এফ-১৬ ফাইটার জেটের সঙ্গে মিগ ২১ নিয়েই আকাশ যুদ্ধে জড়ান উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান।
তৃতীয় জেনারেশনের বুড়ো মিগ-২১ তরুণ প্রজন্মের এফ-১৬ ফাইটার জেট ধ্বংস করে দেয়।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 15, 2025 3:01 PM IST