১ জুলাই থেকেই আয়কর রিটার্ন ও নতুন প্যানে বাধ্যতামূলক আধার, জানাল কেন্দ্র
Last Updated:
১ জুলাই থেকেই আয়কর রিটার্ন ও নতুন প্যানে বাধ্যতামূলক আধার, জানাল কেন্দ্র
#নয়াদিল্লি: আধার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত থেকে সরতে নারাজ কেন্দ্র ৷ আগামী পয়লা জুলাই থেকে আয়কর রিটার্ন জমা দিতে এবং নতুন প্যান কার্ড পেতে আধার কার্ড বাধ্যতামূলক বলে আবারও ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)। একইসঙ্গে শীর্ষ আদালতের কাছে এই সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ না দেওয়ার অনুরোধ জানিয়েছে কেন্দ্র ৷
শুক্রবারই প্যান কার্ড বা ইনকাম ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করার কেন্দ্রীয় সিদ্ধান্তে আংশিক স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ আদালত জানায়, যাদের কাছে আধার কার্ড ও প্যান কার্ড দুটোই রয়েছে তাদের আইটি রিটার্ন দেওয়ার সময় জানাতে হবে ৷ আধার কার্ড থাকিন্তু যাদের কাছে আধার নেই তাদের ক্ষেত্রে প্যান কার্ডকে মান্যতা দেওয়া হবে ৷ আধার না থাকলে এনরোলমেন্ট আইডি দিতে হবে ৷ তবে যাঁদের আধার নেই বা এখনই আধার চাইছেন না, তাদের ক্ষেত্রে PAN বাতিল হবে না ৷
advertisement
সুপ্রিম কোর্ট জানায় যে কেন্দ্রকে আধার কার্ডের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে যাতে তথ্য লিক না হয়ে যায় ৷ পাশাপাশি জাল প্যান কার্ড তৈরি আটকানোর জন্যেও পদক্ষেপ নিতে হবে ৷
advertisement
ইনকাম ট্যাক্স অ্যাক্ট,১৯৬১-এ সংশোধন ঘটিয়ে আধার নম্বরকে এবার আয়কর ফাইলের সঙ্গেও যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র ৷ জাল প্যান কার্ড আটকাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছিল কেন্দ্র ৷ এর আগে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি সু্প্রিম কোর্টে জানিয়েছিলেন, আধারকে বাধ্যতামূলক করার মূল উদ্দেশ্য দুর্নীতি আটকানো ৷ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা অনেক সময় একই ব্যক্তি বিভিন্ন নামে নিয়ে থাকেন ৷ সেটা আটকানোর জন্য এই প্রকল্পগুলির জন্য আধার কার্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
advertisement
ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণের কাজ এখন অনেকটাই সম্পূর্ণ ৷ তবে এখনও দেশের বহু মানুষের কাছে আধার কার্ড নেই ৷ অন্যদিকে একের এক প্রকল্প ও নৈত্যনিমিত্তিক সুযোগ সুবিধা পেতে আধার কার্ড বাধ্যতামূলক করছে কেন্দ্র ৷ এবার ইনকাম ট্যাক্স অ্যাক্ট,১৯৬১-এ সংশোধন ঘটিয়ে আধার নম্বরকে এবার আয়কর ফাইলের সঙ্গেও যুক্ত করার পথে এগোল কেন্দ্র ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 11, 2017 8:46 AM IST