— HP Traffic, Tourist & Railways Police (@TTRHimachal) January 23, 2022
advertisement
তবে গোটা এলাকাজুড়ে শৈত্যপ্রবাহ চলছে। বিজেপি নেতা মনজিন্দর সিং সিরশা বরফে ঢাকা রেলস্টেশনের ভিডিও শেয়ার করেছেন ট্যুইটারে। রেললাইনে জমে রয়েছে পুরু বরফ, তার মধ্যে দিয়েই যাচ্ছে রেল। ভিডিও শেয়ার করে নেতা লিখেছেন, 'এরকম অভিজ্ঞতার জন্য আপনার সুইৎজারল্যান্ড যাওয়ার প্ল্যান করতে হবে না। দেখুন রেললাইনে বরফ জমে থাকা সাদা হয়ে থাকা সিমলা রেলস্টেশন'। হিমাচলপ্রদেশের ট্রাফিক দফতর থেকেও সোশ্যাল মিডিয়ায় সিমলার নানা জায়গার বরফের ছবি শেয়ার করা হয়েছে।
হিমাচলপ্রদেশের সরকারি আইনজীবী প্রজ্বল বুসতাও সোশ্যাল মিডিয়ায় রবিবারের তুষারপাতের ভিডিও শেয়ার করেছেন। ঘুম থেকে উঠে এমন স্বর্গীয় দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন তিনি। ফলে সেই দৃশ্যই শেয়ার করে নিয়েছেন অন্যদের সঙ্গে। মৌসম ভবনের খবর অনুযায়ী, সিমলার পাশাপাশি, জম্মু-কাশ্মীর ও উত্তরাখণ্ডেরও বহু জায়গায় এ মাসে ফের তুষারপাত হতে পারে।