বাক-স্বাধীনতার অর্থ রাষ্ট্রবিরোধীতা নয় : অরুণ জেটলি

Last Updated:

জাতীয়তাবাদ ক্রমশ একমাত্র আলোচনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে জাতীয় রাজনীতিতে ৷ তাই হয়তো, যে কোনও অনুষ্ঠানে, যে কোনও ভাষণে বিজেপি নেতৃত্বরা তুলে ধরছেন জেএনইউ ইস্যু ৷

#নয়াদিল্লি: জাতীয়তাবাদ ক্রমশ একমাত্র আলোচনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে জাতীয় রাজনীতিতে ৷ তাই হয়তো, যে কোনও অনুষ্ঠানে, যে কোনও ভাষণে বিজেপি নেতৃত্বরা তুলে ধরছেন জেএনইউ ইস্যু ৷ সম্প্রতি নয়াদিল্লিতে এক দলীয় সভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, প্রশ্ন তুললেন সংবিধানের বাক-স্বাধীনতার অধিকারের ওপর ৷ এদিন অরুণ জেটলি সোজাসুজি বললেন, ‘সংবিধান বাক স্বাধীনতা ও মতমাত প্রকাশের অধিকার দিয়েছে ৷ কিন্তু তার মানে এই নয় যে যে কেউ বাক স্বাধীনতার নাম করে রাষ্ট্রের বিরোধীতা করে কথা বলবে ৷ এইধরণের আচরণ রাষ্ট্রকে নষ্ট করে দেয় !’ অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ নিজের ভাষণে বলেন, ‘দেশের প্রতি কোনও ধরণের বিরোধীতা সহ্য করা হবে না ৷ আর যাঁরা এধরণের আচরণকে প্রশয় দেবে তাঁদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে ৷ ’
স্বভাবতই জেএনইউ ও রোহিত ভেমুলা ইস্যুকে হাতিয়ার বানিয়ে মোদি শিবিরের কড়া সমালোচনায় বিরোধীরা ৷ বিরোধীদের সেই হাতিয়ারকেই দুর্বল করতে বিজেপি শিবিরের এই বক্তব্যকে, হুঙ্কার বলেই মনে করছে বিরোধী মহল ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বাক-স্বাধীনতার অর্থ রাষ্ট্রবিরোধীতা নয় : অরুণ জেটলি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement