কাস্টোমার কেয়ারের কথায় বাবার ফোনে অ্যাপ ডাউনলোড করল নাবালক, নিমেষে উধাও ৯ লাখ!

Last Updated:

সুযোগ পেয়ে এক নাবালক কিশোরকে ভুল বুঝিয়ে তাঁর বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে সব টাকা হাতিয়ে নিল অভিযুক্ত ।

#নাগপুর: যত দিন যাচ্ছে অনলাইন প্রতারণার কৌশল আর নতুনত্ব যেন ততই বাড়ছে । সাধারণ ফ্রড কলের পাশাপাশি এখন নিত্যনতুন অফার বা উপহারের প্রলোভন দেখিয়ে, বিভিন্ন অ্যাপ ডাউনলোড করিয়ে, কোনও শপিং বা ফুড অর্ডার করে টাকা দিতে গিয়ে....নানা ভাবে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ ।
নাগপুরে এ বার ৯ লাখ টাকা হাতানো হল এক অভিনব উপায়ে । সুযোগ পেয়ে এক নাবালক কিশোরকে ভুল বুঝিয়ে তাঁর বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে সব টাকা হাতিয়ে নিল অভিযুক্ত ।
পুলিশ সূত্রে খবর, নাগপুরের কাছেই কোরাডি এলাকায় ওই কিশোরের বাড়ি । গত বুধবার কিশোরের বাবা অশোক মনওয়াতে পুলিশের কাছে অভিযোগ জানান, তাঁর অ্যাকাউন্ট থেকে ৯ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে । তাঁর ১৫ বছরের ছেলে অনেক সময়ই তাঁর ফোন ব্যবহার করে । সে দিন অপরিচিত একটি নম্বর থেকে ফোন আসে তাঁর মোবাইলে । ফোনটি ধরেছিল তাঁর ছেলে। ফোনের অপরিচিত ব্যক্তি নিজেকে কাস্টমার সার্ভিস এগজিকিউটিভ বলে পরিচয় দেয় ।
advertisement
advertisement
এতেই ওই ব্যক্তির উপর বিশ্বাস জন্মে যায় ছেলেটির । ফোনে তাকে বলা হয় এই ফোন নম্বরটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করে সে তার বাবার ডিজিটাল পেমেন্টের ক্রেডিট লিমিট বাড়িয়ে নিতে পারবে । এর জন্য ফোনটি ডেস্কটপে রিমোটে নিতে হবে । আর সে জন্যই একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলা হয় ওই কিশোরকে । সরল মনে অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেয় সে ।
advertisement
অ্যাপ ডাউনলোড হতেই ফোনটি রিমোট নিয়ে নেয় হ্যাকাররা । সঙ্গে সঙ্গে ৮ লাখ ৯৫ হাজার টাকা সরিয়ে ফেলে তারা । ভারতীয় দন্ডবিধির ৪১৯ এবং ৪২০ ধারায় মামলা রুজু হয়েছে ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কাস্টোমার কেয়ারের কথায় বাবার ফোনে অ্যাপ ডাউনলোড করল নাবালক, নিমেষে উধাও ৯ লাখ!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement