পাঠানকোট পরিস্থিতি নিয়ে এনএসজি-বায়ুসেনা যৌথ সাংবাদিক বৈঠক
Last Updated:
পাঠানকোটে এখনও জারি রয়েছে সেনা অভিযান ৷ এনএসজি এবং বায়ুসেনা যৌথভাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন জানালেন, ‘সেনা অভিযান এখন শেষ পর্যায়ে ৷’ এরই সঙ্গে তাঁরা জানিয়েছেন, ঘাঁটিতে লুকিয়ে থাকা দুই জঙ্গিকে কোণঠাসা করে ফেলেছে ভারতীয় জওয়ানরা ৷ আর কিছু সময়ের মধ্যেই তাদের খতম করে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন জওয়ান ৷ জঙ্গিদের সংখ্য সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আধিকারিকরা জানালেন, ‘৪ জঙ্গি ইতিমধ্যে নিহত ৷ বাকিদেরও খতম করে ফেলা হবে ৷’
#পাঠানকোট: পাঠানকোটে এখনও জারি রয়েছে সেনা অভিযান ৷ এনএসজি এবং বায়ুসেনা যৌথভাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন জানালেন, ‘সেনা অভিযান এখন শেষ পর্যায়ে ৷’ এরই সঙ্গে তাঁরা জানিয়েছেন, ঘাঁটিতে লুকিয়ে থাকা দুই জঙ্গিকে কোণঠাসা করে ফেলেছে ভারতীয় জওয়ানরা ৷ আর কিছু সময়ের মধ্যেই তাদের খতম করে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন জওয়ানরা ৷ জঙ্গিদের সংখ্য সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আধিকারিকরা জানালেন, ‘৪ জঙ্গি ইতিমধ্যে নিহত ৷ বাকিদেরও খতম করে ফেলা হবে ৷’
পাঠানকোট বিমানঘাঁটিতে বায়ুসেনাদের থাকার জন্য যে দোতলা বাড়ি রয়েছে সেখানেই এখনও দু’জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে জানিয়েছেন সেনা আধিকারিকের মেজর জেনারেল দ্যুসন্ত সিং। ইতিমধ্যেই বাড়িটিকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে ভারতীয় সেনারা ৷ শীঘ্রই তাদের খতম করে ফেলার চেষ্টা চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী ৷
সোমবার সকালে আটটা নাগাদ ফের বিমানঘাঁটিতে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায় ৷ প্রায় ৫৭ ঘণ্টা পরেও পাঠানকোটে অব্যাহত রয়েছে সেনা জঙ্গি সংঘর্ষ ৷ বাকি জঙ্গিদের নিকেশ করতে দীর্ঘসময় ধরে বিমানঘাঁটিতে চলছে চিরুনি তল্লাশি ৷ তদন্তে জানা গিয়েছে জঙ্গিরা বিমানঘাঁটিতে দুটি দলে প্রবেশ করেছিল ৷ ভারতীয় গোয়েন্দা সংস্থা এই মামলায় পঞ্জাব পুলিশের আধিকারিক সলভিন্দর সিং ও রান্নার দায়িত্বে থাকা মদন গোপালকে জিজ্ঞাসাবাদ করছে ৷ যে পথ দিয়ে জঙ্গিরা সীমান্ত পার করেছে সে বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রককে খুব তাড়াতাড়ি জমা দিতে চলেছে গোয়েন্দা সংস্থা ৷ গত তিন দিন ধরে চলা এই জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে চার জঙ্গির ৷ শহীদ হয়েছেন সাত জন ভারতীয় সেনা আধিকারিক ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 04, 2016 12:36 PM IST