জম্মু-কাশ্মীরের সোপিয়ানে সেনা-জঙ্গি সংঘর্ষ, খতম ৪ জঙ্গি
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
ভারতীয় নিরাপত্তাকর্মীদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে ওই এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি ৷ এবং বেশ বড় কোনও হামলাক ছক কষছেন তারা ৷
#শ্রীনগর: জম্মু-কাশ্মীরের সোপিয়ানে ভারতীয় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪ জঙ্গির ৷ গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তারক্ষীরা ৷ এখনও পর্যন্ত দু’তরফের মধ্যে গুলির লড়াই চলছে ৷ ফায়ারিংয়ের আওয়াজ থেকে আন্দাজ করা যাচ্ছে যে তিন থেকে চারজন জঙ্গি এখনও লুকিয়ে রয়েছে ৷
সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় নিরাপত্তাকর্মীদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে ওই এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি ৷ এবং বেশ বড় কোনও হামলাক ছক কষছেন তারা ৷ এরপর স্থানীয় পুলিশ ও সিআরপিএফ এর সঙ্গে যৌথভাবে অভিযান চালায় নিরাপত্তারক্ষীরা ৷ গোটা এলাকায় সার্চ অপারেশন চলছে ৷ জঙ্গিরা একটা বাড়িতে লুকিয়ে রয়েছে এবং সেখান থেকে নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালাচ্ছে ৷
advertisement
পুলিশ এলাকা ঘিরে ফেলতেই তাদের লক্ষ্য করে গুলি করতে শুরু করে জঙ্গিরা ৷ এখনও পর্যন্ত ৩জন জঙ্গি নিরাপত্তারক্ষীদের গুলিতে মারা গিয়েছে ৷ সকাল সকাল সংঘর্ষ শুরু হতেই স্থানীয়দের বাড়ির ভিতরে থাকার অনুরোধ করা হয়েছে ৷ গোটা এলাকা ঘিরে ফেলে লাগাতার গুলিবর্ষণ করে চলেছে ভারতীয় সেনা ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 18, 2020 8:16 AM IST