অলোক ভার্মার বাড়ির সামনে উত্তেজনা, ৪ সন্দেহভাজনকে আটক করল দিল্লি পুলিশ

Last Updated:
#নয়াদিল্লি: সিবিআই নিয়ে মাথা ব‍্যথা কমাতে মাথাদেরই সরিয়ে দিল মোদি সরকার। ছুটিতে পাঠিয়ে দেওয়া হল ডিরেক্টর ও স্পেশাল ডিরেক্টরকে। মাঝরাতে নজিরবিহীনভাবে বদলি করে দেওয়া হল তেরো জন শীর্ষ আধিকারিককে। ছুটিতে পাঠানো হয়েছে সিবিআই ডিরেক্টর অলোক ভার্মা এবং স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানাকে ৷ সেই ঘটনার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সকাল থেকে ফের উত্তেজনা অলোক ভার্মার বাড়ির সামনে ৷ ৪ সন্দেহভাজনকে আটক করেছে দিল্লি পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে উদ্দেশ্যহীন ভাব ৪ ব্যক্তি ঘুরে বেরাচ্ছিল অলোক ভার্মার বাড়ির সামনে ৷ পুলিশের সন্দেহ হতেই তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ ৷ প্রশ্নোত্তরের সময়ই সন্দেহ হয় পুলিশের ৷ এরপরই চারজনকে আটক করে দিল্লি পুলিশ ৷
advertisement
advertisement
মঙ্গলবার রাতের অন্ধকারে হঠাৎ বন্ধ করে দেওয়া হয় লোদী রোডের যান চলাচল ৷ সিবিআই দফতরের দখল নেয় দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ৷ হাজির হন নতুন অধিকর্তা এম নাগেশ্বর রাও ৷ সিল করে দেওয়া হয় অলোক এবং আস্থানার অফিস ৷ কিছুক্ষণের মধ্যেই অলোককুমারকে খবর দিয়ে জানানো হয় যে, তিনি অপসারিত ৷ পাশাপাশি ১৩ জনকে সিবিআই শীর্ষ আধিকারিককে রাতারাতি বদলি করে দেওয়া হয় ৷ এরপরেই কেন্দ্রের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোঈর্টের দ্বারস্থ হন অলোককুমার ভার্মা ৷ সিবিআই ডিরেক্টরের পদ থেকে তাঁকে অপসারিত করে নতুন অধিকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে এম নাগেশ্বর রাওকে ৷ সরকারের এই পদক্ষেপকে আইনবিরুদ্ধ বলে দাবি করেন অলোককুমার বার্মা ৷
advertisement
তবে, অলোককুমার ভার্মার জায়গায় এম নাগেশ্বর রাওকে নিয়ে আসা হলেও স্পেশাল ডিরেক্টর পদে রাকেশ আস্থানার জায়গায় এখনও কাউকে নিয়ে আসা হয়নি ৷ তবে, আস্থানার বিরুদ্ধে যেসমস্ত সিবিআই আধিকারিকেরা তদন্ত করছিলেন ৷ তাদের দেশের বিভিন্ন প্রান্তে বদলি করে দেওয়া হয়েছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
অলোক ভার্মার বাড়ির সামনে উত্তেজনা, ৪ সন্দেহভাজনকে আটক করল দিল্লি পুলিশ
Next Article
advertisement
Jiban Krishna Saha: ‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
  • আদালতে হাজির হয়ে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন জীবনকৃষ্ণ

  • জামিনের আবেদন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার

  • ‘মোবাইল ফেলে দেওয়ার কোনও ঘটনা ঘটেনি’, জীবনকৃষ্ণ

VIEW MORE
advertisement
advertisement