সুখবর ! আগামী ১ মাসের মধ্যে ৭ টাকা প্রতি লিটারে কমবে পেট্রোলের দাম
Last Updated:
advertisement
advertisement
advertisement
কেডিয়া কমোডিটির এমডি অজয় কেডিয়া নিউজ ১৮-কে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেন, সৌদি আরব থেকে অপরিশোধিত তেলের আমদানি বেড়েছে কয়েকগুণ ৷ যার জেরে জ্বালানির দাম কমতে চলেছে ৷ চলতি বছরে গত ৩ অক্টোবর জ্বালানির দাম সবথেকে বেশি হয়েছিল ৷ ৩ অক্টোবর প্রতি ব্যারেল পেট্রোলের দাম ছিল ৮৬.৭৪ টাকা ৷ তবে, এখন তা প্রায় ১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৬ টাকা প্রতি ব্যারেল ৷
advertisement
পেট্রোল ডিজেলের দাম কীভাবে নির্ধারিত হয় ? এনার্জি এক্সপার্ট নরেন্দ্র তনেজা জানিয়েছেন, তিনটি বিষয়ের উপর নির্ভর করে পেট্রোল ডিজেলের দাম স্থির হয় ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর, অন্য কোনও দেশ থেকে আমদানি করার সময় মার্কিন ডলারের নিরিখে টাকার দরের উপর নির্ভর করেই জ্বালানির দাম স্থির হয় ৷
advertisement