#ভরতপুর: বিয়ের বাড়ির দেওয়াল ভেঙে মৃত চারজন শিশু-সহ ২৪ জন ৷ এর মধ্যে ১১ জন মহিলা রয়েছেন বলে জানা গিয়েছে ৷ বুধবার মধ্যরাতে রাজস্থানের ভরতপুর জেলায় প্রচন্ড ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ে দেওয়ালটি ৷ আহত হয়েছেন কমপক্ষে ২৮জন ৷
রাতে বিয়েবাড়ির অনুষ্ঠান চলচ্ছিল ৷ সেই সময় ঝড়ে হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিয়ে বাড়ির ৯০ ফুটের দেওয়াল ৷ আটকে পড়ে অনেকেই ৷ চাপা পড়ে মৃত্যু হয়েছে ২৪ জনের ৷ বাকিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকেরা ৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে বিশাল পুলিশ বাহিনী ৷ এখনও অনেকেই দেওয়ালের নীচে চাপা রয়েছে বলে অনুমান করা হচ্ছে ৷ তাদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে ৷
অন্যদিকে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ বর-কনে সুস্থ রয়েছেন কি না, সে সম্পর্কে এখনও পর্যন্ত কোনও তথ্য জানা যায়নি। ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 23 Dead as Wall of Marriage Hall Collapses, Bengali News, Bharatpur, Marriage Hall, Marriage Hall Collapses, Rajasthan