Manmohan Singh funeral news: প্রাক্তন প্রধানমন্ত্রীকে অন্তিম শ্রদ্ধা বর্তমানের! পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল মনমোহন সিংয়ের শেষকৃত্য

Last Updated:

Manmohan Singh funeral news: বিদায় মনমোহন সিং। গান স্যালুট-সহ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য।

শেষকৃত্য সম্পন্ন মনমোহনের।
শেষকৃত্য সম্পন্ন মনমোহনের।
নয়াদিল্লি: বিদায় মনমোহন সিং। গান স্যালুট-সহ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য। দিল্লির নিগামবোধ ঘাটে শেষকৃত্যের সময়ে হাজির ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ প্রথম সারির কংগ্রেস নেতৃত্ব এবং সেনাকর্তারা।
কংগ্রেসের প্রধান কার্যালয় থেকে শনিবার মনমোহন সিংয়ের শেষযাত্রা শুরু হয়। সকাল সাড়ে ১১টা নাগাদ মনমোহন সিংয়ের পুষ্পসজ্জিত মরদেহ মরদেহ শ্মশানে পৌঁছয়। মনমোহন সিংয়ের শেষযাত্রায় অংশ নিয়েছিলেন কংগ্রেস নেতাকর্মী সহ-তাঁর অনুগামীরা।
advertisement
এদিন সকালে ৯টা নাগাদ বাসভবন থেকে মনমোহন সিংয়ের মৃতদেহ নিয়ে যাওয়া হয় কংগ্রেস অফিসের উদ্দেশে। সেই সময়ে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, সনিয়া গান্ধি, রাহুল গান্ধি।
advertisement
বৃহস্পতিবার রাত ৯টা ৫১ মিনিটে বয়সজনিত কারণে দিল্লির এমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁকে ভারতের অর্থনৈতিক সংস্কারের স্থপতি মনে করা হয়। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত তাঁর প্রধানমন্ত্রিত্বে দেশের অর্থনীতির বহু সংস্কার করা হয়েছিল।
advertisement
গতকাল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সনিয়া গান্ধি এবং দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করা সত্ত্বেও মনমোনহন সিংয়ের শেষকৃত্যের পর তাঁর স্মৃতি সৌধের জন্য জায়গা বরাদ্দ করা হচ্ছে না৷ নিগমবোধ ঘাটে মনমোহন সিংয়ের শেষকৃত্যের কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানানোর পরই তা নিয়ে সরব হয় কংগ্রেস৷ জয়রাম রমেশ অভিযোগ করেন, ইচ্ছাকৃত ভাবে মনমোহন সিং-কে অপমান করছে নরেন্দ্র মোদি সরকার৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Manmohan Singh funeral news: প্রাক্তন প্রধানমন্ত্রীকে অন্তিম শ্রদ্ধা বর্তমানের! পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল মনমোহন সিংয়ের শেষকৃত্য
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement