Prajwal Revana Punishment: ফার্ম হাউজে পরিচারিকার সঙ্গে কুকীর্তি, প্রাক্তন সাংসদ রেভানাকে কী শাস্তি দিল আদালত?

Last Updated:

৪৮ বছর বয়সি ওই নির্যাতিতার অভিযোগ ছিল, তিনি কর্ণাটকের হাসান জেলার হোলেনারাসিপুরায় রেভানা পরিবারের একটি ফার্ম হাউজে পরিচারিকার কাজ করতেন৷

নারী নির্যাতনের একাধিক অভিযোগ প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভানার বিরুদ্ধে৷
নারী নির্যাতনের একাধিক অভিযোগ প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভানার বিরুদ্ধে৷
বেঙ্গালুরু: ফার্ম হাউজে গৃহপরিচারিকাকে ধর্ষণের ঘটনায় শুক্রবারই জেডি (এস) -এর সাসপেন্ডেড নেতা প্রজ্জ্বল রেভানাকে দোষী সাব্যস্ত করেছিল বেঙ্গালুরুর বিশেষ আদালত৷ এ দিন ওই ঘটনায় প্রাক্তন সাংসদ রেভানাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারপতি৷
শুধু তাই নয়, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতিকে পাঁচ লক্ষ টাকা জরিমানা এবং নির্যাতিতাকে ৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত৷ প্রজ্জ্বল রেভানার বিরুদ্ধে মোট চারটি যৌন নির্যাতন এবং ধর্ষণের অভিযোগের মামলা চলছিল৷ তার মধ্যে একটি মামলায় রায় দিল আদালত৷
৪৮ বছর বয়সি ওই নির্যাতিতার অভিযোগ ছিল, তিনি কর্ণাটকের হাসান জেলার হোলেনারাসিপুরায় রেভানা পরিবারের একটি ফার্ম হাউজে পরিচারিকার কাজ করতেন৷ ২০২১ সালে সেখানে প্রজ্জ্বল রেভানা তাঁকে দু বার ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওই নির্যাতিতার৷ সেই ঘটনা মোবাইলেও তুলে রাখা বলে অভিযোগ করেন ওই নির্যাতিতা৷
advertisement
advertisement
এ বছরের অগাস্ট মাসেই রেভানার বিরুদ্ধে আদালত চার্জ ফ্রেম করে৷ তাঁর বিরুদ্ধে প্রভাবশালী পদে থেকে মহিলাকে ধর্ষণ, বারংবার ধর্ষণ, সম্মানহানি, অপরাধমূলক ষড়যন্ত্র, প্রমাণ লোপাট সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করা হয়৷
মহিলাদের উপরে রেভানা বিভিন্ন ধরনের যৌন নির্যাতন চালাচ্ছেন, এরকম প্রায় ২০০০টি ভিডিও ক্লিপ গত বছরই ভাইরাল হয়েছিল৷ তার পরেই রেভানার বিরুদ্ধে চারটি মামলা দায়ের হয়৷ রেভানার বিরুদ্ধে ধর্ষণের প্রথম অভিযোগটি করেছিলেন ৪৮ বছর বয়সি এই নির্যাতিতাই৷
advertisement
এই অভিযোগ দায়েরের পরই ওই নির্যাতিতাকে অপহরণ করা হয় বলে অভিযোগ৷ ওই নির্যাতিতা মহিলা যাতে তাঁদের ছেলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে না পারেন, সেই জন্যই রেভানার বাবা-মা এই কাণ্ড ঘটান বলে অভিযোগ৷ পরে অবশ্য একটি ফার্ম হাউজ থেকে তাঁকে উদ্ধার করে কর্ণাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল৷
তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতন অভিযোগ ওঠার পরই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর জার্মানি চলে যান রেভানা৷ কিন্তু গত বছর লোকসভা ভোট মেটার পর মে মাসে ভারতে ফেরার সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেফতার করা হয়৷ তার পর থেকে জেলেই রয়েছেন রেভানা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Prajwal Revana Punishment: ফার্ম হাউজে পরিচারিকার সঙ্গে কুকীর্তি, প্রাক্তন সাংসদ রেভানাকে কী শাস্তি দিল আদালত?
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement