Former MLA Opens Tea Shop: সংসার চালাতে বাধ্য হয়ে নিজের বাড়িতেই চায়ের দোকান শুরু করলেন প্রাক্তন বিধায়ক

Last Updated:

Former MLA Opens Tea Shop: বাধ্য হয়ে সংসার চালাতে তিনি চায়ের দোকান শুরু করেছেন৷ যাতে পরিবারের অন্নসংস্থানের কোনও অসুবিধে না হয়৷

চায়ের দোকান শুরু করলেন মধ্যপ্রদেশের রায়গনের প্রাক্তন বিধায়ক ধীরেন্দ্র সিং
চায়ের দোকান শুরু করলেন মধ্যপ্রদেশের রায়গনের প্রাক্তন বিধায়ক ধীরেন্দ্র সিং
রায়গন : চায়ের দোকান শুরু করলেন মধ্যপ্রদেশের রায়গনের প্রাক্তন বিধায়ক ধীরেন্দ্র সিং৷ এর পরই তিনি সোশ্যাল মিডিয়ায় চরম চর্চিত৷ নিজের বাড়িতেই চায়ের দোকান শুরু করলেন৷ জানিয়েছেন বাধ্য হয়ে সংসার চালাতে তিনি চায়ের দোকান শুরু করেছেন৷ যাতে পরিবারের অন্নসংস্থানের কোনও অসুবিধে না হয়৷
ধীরেন্দ্রর প্রশ্ন প্রাক্তন বিধায়ক হয়েই তাঁর যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের কী হবে? কম মূলধনে ব্যবসা শুরু করার জন্য তিনি চায়ের দোকানের কথা ভেবেছেন৷
তবে ধীরেন্দ্রর এই চায়ের দোকানকে ভাল চোখে দেখেননি অনেকেই৷ তাঁদের মতে, বাধ্য হয়ে নয়, বরং চমক দেখাতেই চায়ের দোকান শুরু করেছেন এই প্রাক্তন বিধায়ক৷ সমালোচকদের মতে, উনি চমক দেখাতে ভালবাসেন৷ আগেও এ ধরনের কাজ তিনি করেছেন বলে গুঞ্জন৷
advertisement
advertisement
২০১৮ সালে নির্বাচনের আগে সস্ত্রীক বনবাসে গিয়েছিলেন ধীরেন্দ্র৷ রায়গনের সড়কের পাশে ঝুপড়ি তৈরি করে স্ত্রীর সঙ্গে থেকেছিলেন ধীরেন্দ্র৷ সেই ঘটনার কথা ফের উঠে এসেছে আলোচনায়৷ তবে এ সব সমালোচনায় গুরুত্ব দিতে রাজি নন প্রাক্তন বিধায়ক ধীরেন্দ্র সিং৷ তিনি জানিয়েছেন, চায়ের দোকান থেকে তিনি যদি কোনও মুনাফা করতে পারেন, তাহলে তার সাহায্যে তিনি অন্যদের রোজগারের পথ খুলে দেওয়ার ব্যবস্থা করবেন৷
বাংলা খবর/ খবর/দেশ/
Former MLA Opens Tea Shop: সংসার চালাতে বাধ্য হয়ে নিজের বাড়িতেই চায়ের দোকান শুরু করলেন প্রাক্তন বিধায়ক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement