কাশ্মীরে গৃহবন্দিই রয়েছেন ফারুক আবদুল্লা, কেন্দ্রের জবাব চেয়ে নোটিশ সুপ্রিম কোর্টের

Last Updated:

পাবলিক সেফটি অ্যাক্ট অনুযায়ী, সরকার কোনও ব্যক্তিকে ট্রায়াল ছাড়াই ২ বছর পর্যন্ত আটক করে রাখতে পারে৷ আপাতত গৃহবন্দিই থাকবেন ফারুক আবদুল্লা৷ তবে আত্মীয় ও বন্ধু-বান্ধবের সঙ্গে দেখা করায় কোনও নিষেধাজ্ঞা নেই৷

#নয়াদিল্লি: গত ৫ অগাস্ট জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে গৃহবন্দি করে রাখা হয়নি বলে দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সোমবার CNN-News18-কে জম্মু-কাশ্মীর পুলিশের শীর্ষস্থানীয় অফিসার জানালেন, ফারুক আবদুল্লাকে গৃহবন্দি রাখা হয়েছে৷ পাবলিক সেফটি আইনে তাঁকে আটক করা হয়৷
পাবলিক সেফটি অ্যাক্ট অনুযায়ী, সরকার কোনও ব্যক্তিকে ট্রায়াল ছাড়াই ২ বছর পর্যন্ত আটক করে রাখতে পারে৷ আপাতত গৃহবন্দিই থাকবেন ফারুক আবদুল্লা৷ তবে আত্মীয় ও বন্ধু-বান্ধবের সঙ্গে দেখা করায় কোনও নিষেধাজ্ঞা নেই৷
গত ৪ অগাস্ট থেকে গৃহবন্দি রয়েছেন কাশ্মীরের এই প্রবীণ নেতা৷ ফারুক আবদুল্লাকে আদালতে হাজির করার জন্য একটি আবেদন করেন এমডিএমকে সুপ্রিমো ভাইকো৷ তিনি সুপ্রিম কোর্টে অভিযোগ জানান, ফারুক আবদুল্লাকে গৃহবন্দি করে রাখা হয়েছে৷ এ দিন শুনানিতে ভাইকোর আবেদনের পরিপ্রেক্ষিতে জম্মু-কাশ্মীর প্রশাসন ও কেন্দ্রের কাছে উত্তর চেয়েছে সুপ্রিম কোর্ট৷ এই মামলার পরবর্তী শুনানি ৩০ সেপ্টেম্বর ধার্য করেছে সুপ্রিম কোর্ট৷
advertisement
advertisement
সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট
ভাইকো তাঁর আবেদনে জানিয়েছিলেন, ১৫ সেপ্টেম্বর চেন্নাইয়ে কনফারেন্সে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হোক ফারুক আবদুল্লাকে। কিন্তু গৃহবন্দি করে রাখার কারণে তিনি এই অনুষ্ঠানে আসতে পারছেন না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এসএ বোবদে ও বিচারপতি এসএ নাজিরের বেঞ্চ এ দিন কেন্দ্রকে নোটিশ দিয়েছে৷
advertisement
এর আগে জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা নিজের ইচ্ছেয় ঘরবন্দি রয়েছেন বলে দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন বলে পাল্টা দাবি করেন ফারুক আবদুল্লা৷ বলেন, 'নিজের বাড়িতেই আটকে রয়েছি৷ গত দু দিন ধরে কারও সঙ্গে দেখা করতেও দেওয়া হচ্ছে না আমায়৷' News18-কে ফারুক আবদুল্লার বলেন, 'কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী যা বলছেন, তা সম্পূর্ণ মিথ্যে৷ ভিত্তিহীন৷ আমি একেবারে আটকে রয়েছি৷ আমার বাড়ির সামনে একজন ডিএসপি-কে রাখা হয়েছে৷ কয়েক মিটার দূরেই আমার মেয়ে থাকে৷ নিজের মেয়ের সঙ্গে পর্যন্ত দেখা করতে পারছি না৷ মেয়ের বাড়িতেও বাইরে থেকে তালা লাগানো৷'
advertisement
আরও ভিডিও: কেন্দ্র যেটা করছে তা গণতন্ত্রের পরিপন্থী, তোপ ফারুক আবদুল্লা
বাংলা খবর/ খবর/দেশ/
কাশ্মীরে গৃহবন্দিই রয়েছেন ফারুক আবদুল্লা, কেন্দ্রের জবাব চেয়ে নোটিশ সুপ্রিম কোর্টের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement