Virbhadra Singh passes away: প্রয়াত হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং

Last Updated:

Former Himachal Pradesh CM & Congress leader Virbhadra Singh passes away: বুধবার ভোর রাতে সিমলার ইন্দিরা গান্ধি মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বীরভদ্র সিং ৷

সিমলা: একের পর এক মৃত্যুসংবাদ ৷ দীর্ঘ রোগভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা বীরভদ্র সিং ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ ৷ বুধবার ভোর রাতে সিমলার ইন্দিরা গান্ধি মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷
হৃদরোগের সমস্যায় বীরভদ্র সিং-কে সোমবারই হাসপাতালে ভর্তি করা হয় ৷ চিকিৎসকরা অনেক চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি ৷ বুধবার রাত ৩টে ৪০ মিনিট নাগাদ মারা যান হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ এর আগে দু’বার করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি ৷ তবে সে যাত্রায় বেঁচে গেলেও এবার আর হল না ৷ হাসপাতালে ভর্তির দু’দিনের মধ্যেই প্রয়াত বীরভদ্র সিং ৷
advertisement
advertisement
advertisement
৯ বারের বিধায়কের পাশাপাশি ৫ বার সাংসদও নির্বাচিত হয়েছিলেন বীরভদ্র সিং ৷ মোট ছ’বারের জন্য হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্বভার সামলেছেন তিনি ৷ মার্চ ১৯৯৮ থেকে ২০০৩ সালের মার্চ পর্যন্ত বিরোধী দলনেতাও ছিলেন বীরভদ্র সিং ৷ ১৯৮৩-১৯৯০ প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হন তিনি। তারপর ১৯৯৩-১৯৯৮, ২০০৩-২০০৭ ও শেষবারের জন্য ২০১২-২০১৭ তিনি দায়িত্বভার সামলান বীরভদ্র।
বাংলা খবর/ খবর/দেশ/
Virbhadra Singh passes away: প্রয়াত হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement