Virbhadra Singh passes away: প্রয়াত হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Former Himachal Pradesh CM & Congress leader Virbhadra Singh passes away: বুধবার ভোর রাতে সিমলার ইন্দিরা গান্ধি মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বীরভদ্র সিং ৷
সিমলা: একের পর এক মৃত্যুসংবাদ ৷ দীর্ঘ রোগভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা বীরভদ্র সিং ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ ৷ বুধবার ভোর রাতে সিমলার ইন্দিরা গান্ধি মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷
হৃদরোগের সমস্যায় বীরভদ্র সিং-কে সোমবারই হাসপাতালে ভর্তি করা হয় ৷ চিকিৎসকরা অনেক চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি ৷ বুধবার রাত ৩টে ৪০ মিনিট নাগাদ মারা যান হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ এর আগে দু’বার করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি ৷ তবে সে যাত্রায় বেঁচে গেলেও এবার আর হল না ৷ হাসপাতালে ভর্তির দু’দিনের মধ্যেই প্রয়াত বীরভদ্র সিং ৷
advertisement
Himachal Pradesh | Former Himachal Pradesh Chief Minister & Congress leader Virbhadra Singh passes away at 87 after battling with prolonged illness in early hours of the day: Medical Superintendent Dr Janak Raj, Indira Gandhi Medical College and Hospital, Shimla
(File pic) pic.twitter.com/xPnGrpYfSI — ANI (@ANI) July 7, 2021
advertisement
advertisement
৯ বারের বিধায়কের পাশাপাশি ৫ বার সাংসদও নির্বাচিত হয়েছিলেন বীরভদ্র সিং ৷ মোট ছ’বারের জন্য হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্বভার সামলেছেন তিনি ৷ মার্চ ১৯৯৮ থেকে ২০০৩ সালের মার্চ পর্যন্ত বিরোধী দলনেতাও ছিলেন বীরভদ্র সিং ৷ ১৯৮৩-১৯৯০ প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হন তিনি। তারপর ১৯৯৩-১৯৯৮, ২০০৩-২০০৭ ও শেষবারের জন্য ২০১২-২০১৭ তিনি দায়িত্বভার সামলান বীরভদ্র।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 08, 2021 7:24 AM IST