#দিল্লি: বহু প্রতীক্ষীত বাজেট পেশ হল আজ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আগেই জানিয়েছিলেন, এবারের বাজেট যুগান্তকারী হতে চলেছে। করোনা কালের কথা মাথায় রেখেই এবং অর্থনীতিকে ফের চাঙ্গা করতে নতুন কিছু বিষয় হবে বলে জানিয়েছিলেন। তবে সেই বাজেট পেশ হওয়ার পরেই বিরোধীদের সমালোচনার মুখে পড়ছে কেন্দ্র। CNBC-TV18 -এর এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম বাজেট ২০২১-এর সমালোচনা করলেন।
চিদাম্বরম এদিন প্রশ্ন তোলেন যে ছোট সংস্থা, কৃষক, শ্রমিকরা এই বাজেটে সত্যিই সন্তুষ্ট? তিনি বলছেন, "জানতে চাই যে ছোট সংস্থা, কৃষক ও শ্রমিকরা কি এই বাজেটে সন্তুষ্ট ও সম্মতি জানিয়েছেন? মোট জনসংখ্যার আর্থিক ভাবে পিছিয়ে পড়া ৩০ শতাংশকে অন্তত অ্যাকাউন্টে ৬ মাসের জন্য় সরাসরি ক্যাশ পাঠানো প্রয়োজন ছিল।"
প্রাক্তন অর্থমন্ত্রী আরও বলছেন, "পাঁচ বছরের পরিকল্পনা সব সময়েই আকর্ষণীয়। তবে সরকারি ব্যাঙ্কের বেসরকারিকরণকে সমর্থন করবেন না।"
এছাড়াও সাংবাদিক বৈঠকে পি চিদাম্বরম দাবি করেছেন যে, শ্রমিক শ্রেণির মানুষ ও দরিদ্রদের প্রতারণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বিশেষ করে যাঁরা চাকরি হারিয়েছেন, এবং কৃষক ও শ্রমিকরা প্রতারিত হয়েছেন। পেট্রোল ও ডিজেলে সেস বসারও নিন্দা করেছেন প্রাক্তন অর্থমন্ত্রী। প্রতি লিটার পেট্রোলের দাম ২.৫টাকা ও ডিজেলের দাম ৪ টাকা বৃদ্ধির ঘটনাকেও নিষ্ঠুর পদক্ষেপ বলেই চিহ্নিত করছেন তিনি। কৃষক, শ্রমিক ও সাধারণ দরিদ্র মানুষের জন্য এইগুলি খুবই নিষ্ঠুর বলে দাবি করেছেন তিনি।