বৌমার চুলের মুঠি ধরে হিড়হিড় করে বাড়ি থেকে বার করলেন ঐশ্বর্যের শাশুড়ি,সামনে এল চাঞ্চল্যকর ভিডিও!

Last Updated:

মেয়ের এই অবস্থার খবর পেয়ে ছুটে আসে ঐশ্বর্যের পরিবার৷ মেয়ের শ্বশুরবাড়ির সকলের বিরুদ্ধে তারাও অভিযোগ করতে থাকেন৷ লালু প্রসাদের পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তারা৷

#পাটনা: শাশুড়ি যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী, আর তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন বৌমা৷ তিনি বলছেন যে শাশুড়ি মা তাকে ঘর থেকে বের করে দিয়েছেন৷ এবং তার ওপর চালিয়েছেন অত্যাচার৷ বৌমার চুলের মুঠি ধরে তাকে হিড় হিড় করে ঘর থেকে বাইরে টেনে বার করেছেন শাশুড়ি, এমনই অভিযোগ তুলেছেন বৌমা৷ হাইপ্রোফাল ঝামেলার খবর সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে৷ শুধু এই অভিযোগ নয়, নিয়মিত শাশুড়ি তাকে মারধর করত বলেও অভিযোগ করেছেন তিনি৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে এমন ভয়ঙ্কর অভিযোগ চর্চার কেন্দ্রে৷ অভিযুক্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং অভিযোগ এনেছেন তার পুত্রবধূ ঐশ্বর্য রাই৷
লালুর প্রসাদের বড় ছেলে তেজ প্রতাপ যাদবের সঙ্গে বিয়ে হয় ঐশ্বর্যের৷ বেশ কিছুদিন ধরে শাশুড়ি-বৌমার ঝামেলার খবর ভাইরাল! এবার বাড়ির বাইরে বসে কাঁদতে দেখা গেল তেজ প্রতাপের স্ত্রীকে৷ লালু প্রসাদের বাড়ির ১০, সার্কুলার রোড রেসিডেন্সির বাইরে বসে অঝোরে কাঁদতে থাকেন ঐশ্বর্য৷ এতেই শুরু হয় জল্পনা৷ তারপর নিজের ক্ষোভ উগড়ে দিলেন লালু যাদবের পুত্রবধূ৷ তিনি বলেন যে বাড়িতে বসে টিভি দেখছিলেন৷ এমন সময় তার স্বামী ফোনে জানান যে তার এবং তার বাপের বাড়ির বিরুদ্ধে পাটনা বিশ্ববিদ্যালয়ে আপত্তিজনক পোস্টার ছেপেছে৷ এরপর তিনি শ্বশুর ও শাশুড়ির সামনে এর প্রতিবাদ জানান৷ ব্যাস, তারপরই শুরু মারধর৷
advertisement
advertisement
File photo File photo
মেয়ের এই অবস্থার খবর পেয়ে ছুটে আসে ঐশ্বর্যের পরিবার৷ মেয়ের শ্বশুরবাড়ির সকলের বিরুদ্ধে তারাও অভিযোগ করতে থাকেন৷ লালু প্রসাদের পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তারা৷
বাংলা খবর/ খবর/দেশ/
বৌমার চুলের মুঠি ধরে হিড়হিড় করে বাড়ি থেকে বার করলেন ঐশ্বর্যের শাশুড়ি,সামনে এল চাঞ্চল্যকর ভিডিও!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement