দেখুন এই চিকিৎসকের দুরন্ত নাচের ভিডিও, ভুলে যাবেন ডান্সিং আঙ্কেলকেও
Last Updated:
প্রথমবার ১৯৮১ সালে মেডিক্যাল কলেজে নেচে ছিলেন তিনি
#বিশাখাপত্তনম: ইন্টারনেটের দুনিয়ায় কখন যে কে জনপ্রিয় হবেন বা কখন কার ভাগ্যের চাকা ঘুরবে তা বলা যায়নি ৷ একটি ভিডিওতে রাতারাতি সেলিব্রিটি হয়েছেন রানাঘাট স্টেশনের ভবঘুরে রাণু মণ্ডল ৷ গেয়েছেন এবাররে পুজোর থিম সং ৷
Watch: Actor Akkineni Nageshwara Rao's steps make Visakhapatnam dancing doctor a viral sensation#Visakhapatnam #AndhraDoctor pic.twitter.com/Ilgd8Ntjcq
— TOI Vizag (@TOIVizagNews) August 20, 2019
advertisement
এর আগে দুরন্ত নাচের মাধ্যমে প্রচারের আলোতে এসেছিলেন ডাব্বু আঙ্কেল বা ডান্সিং আঙ্কেল ৷ তিনি মনে প্রাণে গোবিন্দার ভক্ত ৷ পরে অবশ্য তিনি গোবিন্দার দেখা পেয়েছিলেন ৷ এবার এক প্রতারের আলোয় এক চিকিৎসক তিনি যার নাচ দেখলে ভুলে যাবেন ডান্সিং আঙ্কেলকে ৷
advertisement
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আক্কেনি নাগেশ্বর রাও তিনি পেশায় একজন চিকিৎসক ৷ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের বাসিন্দা চিকিৎসক নেচে সমস্ত কিচকেই পিছনে ফেলে দিয়েছেন ৷ তবে প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন প্রথমবার কোমর দুলিয়েছিলেন ১৯৮১ সালে মেডিক্যাল কলেজে ৷ ২০০টি ডান্স ইভেন্টে নেচেছেন তিনি ৷ ১৯৯৬ সালে নাচের জন্য বিশেষ মর্যাদাও পেয়েছিলেন তিনি ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 20, 2019 7:44 PM IST

