corona virus btn
corona virus btn
Loading

দেখুন এই চিকিৎসকের দুরন্ত নাচের ভিডিও, ভুলে যাবেন ডান্সিং আঙ্কেলকেও

দেখুন এই চিকিৎসকের দুরন্ত নাচের ভিডিও, ভুলে যাবেন ডান্সিং আঙ্কেলকেও

প্রথমবার ১৯৮১ সালে মেডিক্যাল কলেজে নেচে ছিলেন তিনি

  • Share this:

#বিশাখাপত্তনম: ইন্টারনেটের দুনিয়ায় কখন যে কে জনপ্রিয় হবেন বা কখন কার ভাগ্যের চাকা ঘুরবে তা বলা যায়নি ৷ একটি ভিডিওতে রাতারাতি সেলিব্রিটি হয়েছেন রানাঘাট স্টেশনের ভবঘুরে রাণু মণ্ডল ৷ গেয়েছেন এবাররে পুজোর থিম সং ৷

এর আগে দুরন্ত নাচের মাধ্যমে প্রচারের আলোতে এসেছিলেন ডাব্বু আঙ্কেল বা ডান্সিং আঙ্কেল ৷ তিনি মনে প্রাণে গোবিন্দার ভক্ত ৷ পরে অবশ্য তিনি গোবিন্দার দেখা পেয়েছিলেন ৷ এবার এক প্রতারের আলোয় এক চিকিৎসক তিনি যার নাচ দেখলে ভুলে যাবেন ডান্সিং আঙ্কেলকে ৷

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আক্কেনি নাগেশ্বর রাও তিনি পেশায় একজন চিকিৎসক ৷ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের বাসিন্দা চিকিৎসক নেচে সমস্ত কিচকেই পিছনে ফেলে দিয়েছেন ৷ তবে প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন প্রথমবার কোমর দুলিয়েছিলেন ১৯৮১ সালে মেডিক্যাল কলেজে ৷ ২০০টি ডান্স ইভেন্টে নেচেছেন তিনি ৷ ১৯৯৬ সালে নাচের জন্য বিশেষ মর্যাদাও পেয়েছিলেন তিনি ৷

First published: August 20, 2019, 7:44 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर