কানহাইয়ার ‘জাল ভিডিও’ নিয়ে বিপাকে দিল্লি পুলিশ

Last Updated:

আরও একবার জেএনইউ ইস্যুতে নাক কাটা গেল দিল্লি পুলিশের ৷ যত দিন যাচ্ছে ততই কানাহাইয়ার বিরুদ্ধে ওঠা দেশদ্রোহের অভিযোগ প্রমাণ করতে সমস্যায় পড়তে হচ্ছে দিল্লি পুলিশকে ৷ সত্যিই ৯ ফেব্রুয়ারি কানহাইয়া রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়েছিল কিনা তা খতিয়ে দেখতে জেএনইউ-তে দেশবিরোধী স্লোগান ইস্যুতে প্রমাণ হিসেবে ব্যবহৃত ভিডিও ক্লিপগুলির ফরেন্সিক পরীক্ষার নির্দেশ দিয়েছিল দিল্লির আপ সরকার ৷ সাতটি ভিডিও ক্লিপের ফরেন্সিক পরীক্ষায় দুটি ভিডিও ক্লিপ ইতিমধ্যেই ‘বানানো’ বলে প্রমাণিত হয়েছে ৷

#নয়াদিল্লি: আরও একবার জেএনইউ ইস্যুতে নাক কাটা গেল দিল্লি পুলিশের ৷ যত দিন যাচ্ছে ততই কানাহাইয়ার বিরুদ্ধে ওঠা দেশদ্রোহের অভিযোগ প্রমাণ করতে সমস্যায় পড়তে হচ্ছে দিল্লি পুলিশকে ৷ সত্যিই ৯ ফেব্রুয়ারি কানহাইয়া রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়েছিল কিনা তা খতিয়ে দেখতে জেএনইউ-তে দেশবিরোধী স্লোগান ইস্যুতে প্রমাণ হিসেবে ব্যবহৃত ভিডিও ক্লিপগুলির ফরেন্সিক পরীক্ষার নির্দেশ দিয়েছিল দিল্লির আপ সরকার ৷ সাতটি ভিডিও ক্লিপের ফরেন্সিক পরীক্ষায় দুটি ভিডিও ক্লিপ ইতিমধ্যেই ‘বানানো’ বলে প্রমাণিত হয়েছে ৷
হায়দরাবাদের ফরেন্সিক ল্যাবরেটরি জানিয়েছে, ওই দুটি ভিডিওতে স্লোগানগুলি আলাদা করে লাগানো হয়েছে ৷ ভিডিওগুলি রেকর্ড করার সময় এরকম কোনও স্লোগান দেওয়া হয়নি ৷ কার্যতই এই রিপোর্টের পর বিপাকে দিল্লি পুলিশ ৷ এর দু’দিন আগেই ‘দেশদ্রোহ’-এর সংজ্ঞা নির্ধারণ নিয়ে হাইকোর্টের তীব্র ভৎর্সনার মুখে পড়েছিল দিল্লি পুলিশ ৷ যার জেরে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে সরব হওয়া মোদি সরকার সুর নরম করতে বাধ্য হন ৷ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানান, সরকার দেশদ্রোহের আইনে সংশোধন আনার কথা ভাবছে ৷ সংশোধন নিয়ে কেন্দ্রীয় ল কমিশন পর্যালোচনা করবে বলেও জানান তিনি ৷
advertisement
দেশদ্রোহীতার স্লোগান তুলেছেন কানহাইয়া এই অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ ৷ একই মামলায় উমর খালিদ ও অনির্বান ভট্টাচার্যকেও গ্রেফতার করেছে পুলিশ ৷ এদের বিরুদ্ধে প্রমাণ হিসেবে বহু ভিডিও পেশ করে পুলিশ ৷ যাতে শোনা গিয়েছে কাশ্মীর, মণিপুরের ‘আজাদি’ ছিনিয়ে নিতে চেয়েছেন অভিযুক্তরা ৷ কিন্তু হায়দরাবাদের ওই ল্যাবের রিপোর্টে দাবি করা হয়েছে, বহু অডিও, ভিডিও ক্লিপে আলাদা করে জুড়ে দেওয়া হয়েছে ৷ তাই দৃশ্যের সঙ্গে কথা এবং লিপ সিঙ্ক মিলছে না ৷ এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর নতুন মোড় এল জেএনইউ ইস্যুতে ৷ গত ১৩ ফেব্রুয়ারি এই ফরেন্সিক পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ বুধবার কানহাইয়ার জামিনের আবেদনের শুনানিতে এই রিপোর্ট কী প্রভাব ফেলে এখন সেটাই দেখার ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কানহাইয়ার ‘জাল ভিডিও’ নিয়ে বিপাকে দিল্লি পুলিশ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement