কানহাইয়ার ‘জাল ভিডিও’ নিয়ে বিপাকে দিল্লি পুলিশ

Last Updated:

আরও একবার জেএনইউ ইস্যুতে নাক কাটা গেল দিল্লি পুলিশের ৷ যত দিন যাচ্ছে ততই কানাহাইয়ার বিরুদ্ধে ওঠা দেশদ্রোহের অভিযোগ প্রমাণ করতে সমস্যায় পড়তে হচ্ছে দিল্লি পুলিশকে ৷ সত্যিই ৯ ফেব্রুয়ারি কানহাইয়া রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়েছিল কিনা তা খতিয়ে দেখতে জেএনইউ-তে দেশবিরোধী স্লোগান ইস্যুতে প্রমাণ হিসেবে ব্যবহৃত ভিডিও ক্লিপগুলির ফরেন্সিক পরীক্ষার নির্দেশ দিয়েছিল দিল্লির আপ সরকার ৷ সাতটি ভিডিও ক্লিপের ফরেন্সিক পরীক্ষায় দুটি ভিডিও ক্লিপ ইতিমধ্যেই ‘বানানো’ বলে প্রমাণিত হয়েছে ৷

#নয়াদিল্লি: আরও একবার জেএনইউ ইস্যুতে নাক কাটা গেল দিল্লি পুলিশের ৷ যত দিন যাচ্ছে ততই কানাহাইয়ার বিরুদ্ধে ওঠা দেশদ্রোহের অভিযোগ প্রমাণ করতে সমস্যায় পড়তে হচ্ছে দিল্লি পুলিশকে ৷ সত্যিই ৯ ফেব্রুয়ারি কানহাইয়া রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়েছিল কিনা তা খতিয়ে দেখতে জেএনইউ-তে দেশবিরোধী স্লোগান ইস্যুতে প্রমাণ হিসেবে ব্যবহৃত ভিডিও ক্লিপগুলির ফরেন্সিক পরীক্ষার নির্দেশ দিয়েছিল দিল্লির আপ সরকার ৷ সাতটি ভিডিও ক্লিপের ফরেন্সিক পরীক্ষায় দুটি ভিডিও ক্লিপ ইতিমধ্যেই ‘বানানো’ বলে প্রমাণিত হয়েছে ৷
হায়দরাবাদের ফরেন্সিক ল্যাবরেটরি জানিয়েছে, ওই দুটি ভিডিওতে স্লোগানগুলি আলাদা করে লাগানো হয়েছে ৷ ভিডিওগুলি রেকর্ড করার সময় এরকম কোনও স্লোগান দেওয়া হয়নি ৷ কার্যতই এই রিপোর্টের পর বিপাকে দিল্লি পুলিশ ৷ এর দু’দিন আগেই ‘দেশদ্রোহ’-এর সংজ্ঞা নির্ধারণ নিয়ে হাইকোর্টের তীব্র ভৎর্সনার মুখে পড়েছিল দিল্লি পুলিশ ৷ যার জেরে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে সরব হওয়া মোদি সরকার সুর নরম করতে বাধ্য হন ৷ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানান, সরকার দেশদ্রোহের আইনে সংশোধন আনার কথা ভাবছে ৷ সংশোধন নিয়ে কেন্দ্রীয় ল কমিশন পর্যালোচনা করবে বলেও জানান তিনি ৷
advertisement
দেশদ্রোহীতার স্লোগান তুলেছেন কানহাইয়া এই অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ ৷ একই মামলায় উমর খালিদ ও অনির্বান ভট্টাচার্যকেও গ্রেফতার করেছে পুলিশ ৷ এদের বিরুদ্ধে প্রমাণ হিসেবে বহু ভিডিও পেশ করে পুলিশ ৷ যাতে শোনা গিয়েছে কাশ্মীর, মণিপুরের ‘আজাদি’ ছিনিয়ে নিতে চেয়েছেন অভিযুক্তরা ৷ কিন্তু হায়দরাবাদের ওই ল্যাবের রিপোর্টে দাবি করা হয়েছে, বহু অডিও, ভিডিও ক্লিপে আলাদা করে জুড়ে দেওয়া হয়েছে ৷ তাই দৃশ্যের সঙ্গে কথা এবং লিপ সিঙ্ক মিলছে না ৷ এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর নতুন মোড় এল জেএনইউ ইস্যুতে ৷ গত ১৩ ফেব্রুয়ারি এই ফরেন্সিক পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ বুধবার কানহাইয়ার জামিনের আবেদনের শুনানিতে এই রিপোর্ট কী প্রভাব ফেলে এখন সেটাই দেখার ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
কানহাইয়ার ‘জাল ভিডিও’ নিয়ে বিপাকে দিল্লি পুলিশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement