Forbes India Leadership Awards 2023: ইশা আম্বানি জিতলেন সেরার সেরা পুরস্কার! ২০২৩-এর একমাত্র লিডার তিনিই! জানুন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Forbes India Leadership Awards 2023: ইশা আম্বানি। নতুন প্রজন্মের উজ্জ্বল তারকা তিনি। সম্প্রতি ফোবস ইন্ডিয়ার ১২তম পুরস্কার অনুষ্ঠানে ইশা আম্বানি জেন নেক্সট এন্ট্রপ্রেনরের পুরস্কার জিতেছেন।
নয়া দিল্লি: ইশা আম্বানি। নতুন প্রজন্মের উজ্জ্বল তারকা তিনি। সম্প্রতি ফোবস ইন্ডিয়ার ১২তম পুরস্কার অনুষ্ঠানে ইশা আম্বানি জেন নেক্সট এন্ট্রপ্রেনরের পুরস্কার জিতেছেন। তিনি রিলায়েন্স রিটেইল বিজনেসের অন্যতম মুখ। রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানির কন্যা ইশা। পিরামাল গ্রুপ চেয়ারম্যান অজয় পিরামলের ছেলে আনন্দের সঙ্গে বিয়ে হয়েছে ইশার।
এই পুরস্কার নেওয়ার সময় ইশা তাঁর পরিবার এবং সন্তানদের প্রতি ভালবাসা জানান। এবং তাঁদের সাপোর্টের কথাও মেনে নেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের ৪৫তম বার্ষিক জেনারেল মিটিংয়ে ২০২২ এর অগাস্ট মাসে মুকেশ আম্বানি তাঁর কন্যা ইশাকে রিলায়েন্স রিটেল বিজনেসের লিডার বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
ইশা আম্বানির বিয়ে হয় ২০১৮-এর ১২ ডিসেম্বর। আম্বানিরই এক বিলাসবহুল আবাসনে। ইশা এবং আনন্দের এঙ্গেজমেন্ট হয় ২০১৮-র সেপ্টেম্বরে ইটালিতে। উদয়পুরে হয় প্রিওয়েডিং। তাঁদের বিয়েতে বলিউড স্টার থেকে শুরু করে রাজনৈতিকবিদেরা এসেছিলেন। তাঁদের বিয়েতে কে না উপস্থিত ছিলেন। রাজনাথ সিং থেকে শুরু করে অমিতাভ বচ্চন, রজনিকান্ত, আমির খান, সচিন তেন্দুলকর কে না এসেছিলেন। মুকেশ আম্বানির তিন সন্তান। ইশা এবং আকাশ যমজ সন্তান। সব থেকে ছোট অনন্ত। আকাশের বিয়ে হয় ২০১৯ সালে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 24, 2023 10:42 PM IST