বাঁকুড়া: তাজ্জব করা দৃশ্য দেখা গেল বাঁকুড়া জেলা থেকে। অর্ধচন্দ্রাকৃতি চাঁদের ঠিক নিচে দেখা যাচ্ছে জ্বলজ্বল করা একটি তারাকে। ঠিক যেন চাঁদের গা থেকে ঝুলছে সেই তারাটি। কেন এরকম দৃশ্য আর কেনই বা চাঁদের এত কাছে দেখা যাচ্ছে তারাটিকে। এই তার যোগ্য দৃশ্য দেখা গেল বাঁকুড়া জেলার সব জায়গা থেকেই। আজ আকাশ পরিষ্কার। বিগত কয়েকদিন বৃষ্টিপাত হলেও দু'দিন হল পরিষ্কার হয়েছে আকাশ তাই কোন মেঘ না থাকায় ধরা পড়লো এই তাজ্জব করা দৃশ্য। ঠিক দেখে মনে হচ্ছে চাঁদের গা থেকে ঝুলছে একটি সুপক্ক ফল। বা যেন চন্দ্রহারে ঝুলছে মুক্তোর লকেট।
সম্ভবত শুক্র গ্রহ দেখা যাচ্ছে চাঁদের এত কাছে। বস্তুত এই সময় পৃথিবী থেকে শুক্রের দূরত্ব সবথেকে কম থাকে তাই আকাশে জ্বলজ্বল করছে শুক্র গ্রহ। চাঁদের আলোয় যেখানে ঢুকে গেছে অন্যান্য সব তারা সেখানে জ্বলজ্বল করে চাঁদের নিচেই চুপটি করে বসে আছে শুক্র গ্রহ এমনটাই মনে করতে পারেন অনেকে।
আরও পড়ুন: বেল খেলে কী হয় জানেন? পাকা বেলের উপকারিতা চমকে দেবে! আগুন দাম বাজারে!
আরও পড়ুন:
কিন্তু শুক্র গ্রহর আসল অবস্থান চাঁদ থেকে অনেক দূরে। পৃথিবী থেকে শুক্রের দূরত্ব প্রায় ৪.২ কোটি কিলোমিটার। আপাতদৃষ্টিতে দেখে মনে হচ্ছে চাঁদের নিচে বসে আছে শুক্র গ্রহ কিন্তু আদবে সেটা নয়। চাঁদ পৃথিবী এবং শুক্রের অবস্থান এই মুহূর্তে এমনটাই ঘটেছে যে এই বিচিত্র দৃশ্য দেখা যাচ্ছে। তাই আর দেরি না করে চট জলদি বাড়ির বাইরে বেরিয়ে দেখে নিন এই দৃশ্য। হয়তো আগামী ১০০ বছরেও দেখা যাবে না এমন দৃশ্য।
Nilanjan Banerjee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bankura news, Moon, Venus