Moon | Venus: চন্দ্রহারে মুক্তোর লকেট! চাঁদ ও শুক্রের অবস্থানে বিরল দৃশ্য আকাশে! ১০০ বছরে আর হবে না!

Last Updated:

Moon | Venus: চাঁদের এই অদ্ভুত রূপ দেখলে গায়ে কাঁটা দেবে। জ্যামিতিকভাবে একদম সঠিক এই সুন্দর দৃশ্য।

চাঁদের নীচে ওটা কি দেখা গেল বাঁকুড়ায়
চাঁদের নীচে ওটা কি দেখা গেল বাঁকুড়ায়
বাঁকুড়া: তাজ্জব করা দৃশ্য দেখা গেল বাঁকুড়া জেলা থেকে। অর্ধচন্দ্রাকৃতি চাঁদের ঠিক নিচে দেখা যাচ্ছে জ্বলজ্বল করা একটি তারাকে। ঠিক যেন চাঁদের গা থেকে ঝুলছে সেই তারাটি। কেন এরকম দৃশ্য আর কেনই বা চাঁদের এত কাছে দেখা যাচ্ছে তারাটিকে। এই তার যোগ্য দৃশ্য দেখা গেল বাঁকুড়া জেলার সব জায়গা থেকেই। আজ আকাশ পরিষ্কার। বিগত কয়েকদিন বৃষ্টিপাত হলেও দু'দিন হল পরিষ্কার হয়েছে আকাশ তাই কোন মেঘ না থাকায় ধরা পড়লো এই তাজ্জব করা দৃশ্য। ঠিক দেখে মনে হচ্ছে চাঁদের গা থেকে ঝুলছে একটি সুপক্ক ফল। বা যেন চন্দ্রহারে ঝুলছে মুক্তোর লকেট।
সম্ভবত শুক্র গ্রহ দেখা যাচ্ছে চাঁদের এত কাছে। বস্তুত এই সময় পৃথিবী থেকে শুক্রের দূরত্ব সবথেকে কম থাকে তাই আকাশে জ্বলজ্বল করছে শুক্র গ্রহ। চাঁদের আলোয় যেখানে ঢুকে গেছে অন্যান্য সব তারা সেখানে জ্বলজ্বল করে চাঁদের নিচেই চুপটি করে বসে আছে শুক্র গ্রহ এমনটাই মনে করতে পারেন অনেকে।
advertisement
advertisement
আরও পড়ুন: 
কিন্তু শুক্র গ্রহর আসল অবস্থান চাঁদ থেকে অনেক দূরে। পৃথিবী থেকে শুক্রের দূরত্ব প্রায় ৪.২ কোটি কিলোমিটার। আপাতদৃষ্টিতে দেখে মনে হচ্ছে চাঁদের নিচে বসে আছে শুক্র গ্রহ কিন্তু আদবে সেটা নয়। চাঁদ পৃথিবী এবং শুক্রের অবস্থান এই মুহূর্তে এমনটাই ঘটেছে যে এই বিচিত্র দৃশ্য দেখা যাচ্ছে। তাই আর দেরি না করে চট জলদি বাড়ির বাইরে বেরিয়ে দেখে নিন এই দৃশ্য। হয়তো আগামী ১০০ বছরেও দেখা যাবে না এমন দৃশ্য।
advertisement
Nilanjan Banerjee
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Moon | Venus: চন্দ্রহারে মুক্তোর লকেট! চাঁদ ও শুক্রের অবস্থানে বিরল দৃশ্য আকাশে! ১০০ বছরে আর হবে না!
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement