Indian Railway: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ভাঙল আগের সমস্ত রেকর্ড, অটোমোবাইল আনলোডিং অপারেশনে উল্লেখযোগ্য
- Published by:Debolina Adhikari
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের নিরন্তর প্রচেষ্টার ফলে অটোমোবাইল পরিবহণের জন্য ব্যবহৃত পণ্যবাহী রেকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
আলিপুরদুয়ার: কাটিহার, আলিপুরদুয়ার, রঙিয়া ও লামডিং ডিভিশনে অবস্থিত পণ্যবাহী টার্মিনালগুলিতে অটোমোবাইল আনলোডিং পরিচালনার ক্ষেত্রে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ক্রমাগত কাজ করে চলেছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের নিরন্তর প্রচেষ্টার ফলে অটোমোবাইল পরিবহণের জন্য ব্যবহৃত পণ্যবাহী রেকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
ভারতীয় রেলওয়ে দেশের মধ্যে অটোমোবাইল পরিবহণের জন্য সবচেয়ে পরিবেশ অনুকূল, লাভজনক ও দ্রুত পদ্ধতির দাবিদার। বর্তমান অর্থবর্ষে (আগস্ট ২০২৪ পর্যন্ত)উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের টার্মিনালগুলিতে মোট ৩১৫টি রেক আনলোড করা হয়েছে, যা পর্যন্ত পূর্ববর্তী বছরের তুলনায় অনেকটাই বেশি।
advertisement
advertisement
২০২৩-২৪ সালে ৬৬০টি রেক আনলোড করা হয়েছিল, অন্যদিকে ২০২২-২৩ অর্থবর্ষে ৫৪৩টি রেক আনলোড করা হয়েছিল। অর্থবর্ষ ২০২২-২৩ থেকে অর্থবর্ষ ২০২৩-২৪ পর্যন্ত আনলোড করা রেকের সংখ্যা ২২% বৃদ্ধি পেয়েছে।
প্রকৃতপক্ষে চলতি অর্থবর্ষেও বৃদ্ধির হার বজায় রয়েছে৷ ২০২৪ সালের অগাস্ট মাসের মধ্যে ইতিমধ্যে ৩১৫টি রেক আনলোড করা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের অন্তর্গত আগিয়াঠুরি, নিউ গুয়াহাটি, সালচাপ্রা ও জিরানীয়া, রঙিয়া ডিভিশনের অন্তর্গত বাইহাটা, চাংসারি ও মির্জা, আলিপুরদুয়ার ডিভিশনের হাসিমারা এবং কাটিহার ডিভিশনের রাঙাপানি পণ্যবাহী টার্মিনালে অটোমোবাইল রেকের আনলোডিং পূর্ববর্তী অর্থবর্ষ ২০২৩-২৪-এর চেয়ে উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে।
advertisement
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে জুড়ে পরিকাঠামো বৃদ্ধি ও পরিচালনমূলক দক্ষতার উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হয়েছে। একাধিক টার্মিনালে অধিক অটোমোবাইল আনলোডিং পরিচালনা করার ক্ষমতা আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধির ক্ষেত্রে উত্তর পূর্ব সীমান্ত রেলওয় এক গুরুত্বপূর্ণ অংশীদার হতে সক্ষম হয়েছে।
চলিত অর্থবর্ষ ২০২৪-২৫-এই অগ্রগতির ধারা অব্যাহত থাকার পাশাপাশি উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে আগের সমস্ত রেকর্ডও ভেঙে ফেলবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 16, 2024 9:50 AM IST