অভিযানে 'ইয়েতি'! এই প্রথম তুষার-মানবের বিশাল পায়ের ছাপ দেখল ভারতীয় সেনা

Last Updated:

ট্যুইটারে সেই পায়ের ছাপের ছবিও পোস্ট করেছে ভারতীয় সেনা৷ সুবিশাল সেই পায়ের ছাপ সাইজে ৩২x১৫ ইঞ্চি৷ সেনা বলছে, নেপালে মাকালু বেস ক্যাম্পের কাছে দেখা গিয়েছে ইয়েতির পায়ের ছাপ৷

#নেপাল: ইয়েতি বা তুষার-মানব৷ যে তাকে সাক্ষাত্‍‌‍ দেখেছে, সে নাকি আর ফিরে আসেনি৷ বরফাবৃত বিপদসঙ্কুল পাহাড়ের নানা রহস্যের মধ্যে ইয়েতি একটি অন্যতম রহস্য৷ অনেক ছবি, তথ্যচিত্র তৈরি হয়েছে ইয়েতি নামক রহস্যময় প্রাণীটিকে নিয়ে৷ কিন্তু প্রাণীটির অস্তিত্ব নিয়ে নানা বিতর্ক রয়েছে৷ এই প্রথম ভারতীয় সেনা দাবি করল, তাঁরা বরফাবৃত হিমালয়ে ইয়েতির পায়ের ছাপ দেখতে পেয়েছেন৷
advertisement
advertisement
ট্যুইটারে সেই পায়ের ছাপের ছবিও পোস্ট করেছে ভারতীয় সেনা৷ সুবিশাল সেই পায়ের ছাপ সাইজে ৩২x১৫ ইঞ্চি৷ সেনা বলছে, নেপালে মাকালু বেস ক্যাম্পের কাছে দেখা গিয়েছে ইয়েতির পায়ের ছাপ৷ গত ৯ এপ্রিল ভারতীয় সেনার একটি পর্বতারোহী অভিযাত্রীদল প্রথমে দেখতে পায় সেই পায়ের ছাপ৷ ছবি তুলে তা পোস্টও করা হয়েছে ট্যুইটারে৷
advertisement
বলা হয়, ইয়েতি নামক রহস্যময় প্রাণীটি বরফে ঢাকা মাকালু-বারুন ন্যাশনাল পার্কের আশপাশে ঘোরাঘুরি করে৷ ভারতীয় সেনা ট্যুইটারে লিখেছে, 'এই প্রথম, #IndianArmyMoutaineeringExpeditionTeam ইয়েতির পায়ের ছাপ দেখল৷ গত ৯ এপ্রিল ওই বিশাল পায়ের ছাপ আমরা দেখেছি৷ এই ন্যাশনাল পার্কে আগেও ইয়েতির অস্তিত্বের কথা শোনা গিয়েছে৷'
নেপালে বলা হয়, হিমালয়, সাইবেরিয়া, মধ্য ও পূর্ব এশিয়ায় ইয়েতি রয়েছে৷ কেউ দাবি করেন, তিনি ইয়েতি দেখেছেন৷ কারও বিশ্বাস, ও সব ক্লান্ত অভিযাত্রীদের চোখের ভুল৷
বাংলা খবর/ খবর/দেশ/
অভিযানে 'ইয়েতি'! এই প্রথম তুষার-মানবের বিশাল পায়ের ছাপ দেখল ভারতীয় সেনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement