চিটফান্ড বন্ধে কেন্দ্রের নয়া অর্ডিন্যান্স, রাজ্য সরকারের অনুমতি লাগবে না, তল্লাশিতে বাধা পেলে বলপ্রয়োগ

Last Updated:

চিটফান্ড তদন্তে যে কোনও অফিসারকে তলব করতে পারবে সিবিআই

#নয়াদিল্লি: বিজেপির টার্গেট বাংলায় কি অস্ত্র সিবিআই ? তাই কি সিবিআইয়ের হাত শক্ত করতে এবং রাজ্যকে চাপে ফেলতে লোকসভা ভোটের মুখে নতুন অর্ডিন্যান্স আনল মোদি সরকার? কেন্দ্রের নয়া চিটফান্ড-অর্ডিন্যান্স ঘিরে উঠছে প্রশ্ন।
লোকসভা ভোটের মুখে চিটফান্ড তদন্ত সংক্রান্ত অর্ডিন্যান্স নিয়ে এল মোদি সরকার। যা ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এ রাজ্যে চুয়াল্লিশটি চিটফান্ড সংস্থার বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত করছে সিবিআই। কিন্তু, সেই তদন্তের কাজ চালাতে গিয়ে অনেক সময়ই আইনি জটিলতা তৈরি হচ্ছে। কখনও কখনও আবার সংঘাতের পরিস্থিতিও তৈরি হচ্ছে। এই কাঁটা সরাতেই এবার অর্ডিন্যান্স আনল মোদি সরকার।
advertisement
এতেই সিঁদুরে মেঘ দেখছে বিরোধীরা। কারণ তাদের দীর্ঘদিনের অভিযোগ, বিরোধীকণ্ঠকে স্তব্ধ করতেই সিবিআইকে বারবার রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে মোদি সরকার। এই অর্ডিন্যান্স আইনে পরিণত হলে সেই সিবিআইয়ের হাতই আরও শক্ত হবে। গত তেরোই ফেব্রুয়ারি লোকসভায় এই সংক্রান্ত বিল পাস হয়। কিন্তু, ততদিনে রাজ্যসভার অধিবেশন শেষ হয়ে যাওয়ায় একুশে ফেব্রুয়ারি অর্ডিন্যান্স জারি করে মোদি সরকার। এই অর্ডিন্যান্স অনুযায়ী, তথ্যের জন্য রাজ্য বা তদন্তকারী আধিকারিকের মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না সিবিআইকে
advertisement
advertisement
আধিকারিক সাক্ষী দিতে এবং সিবিআইয়ের হাতে তথ্য-প্রমাণ তুলে দিতে বাধ্য থাকবেন ৷ রাজ্য সরকার, সেবি, আয়কর দফতর কিংবা যে কোনও নিয়ন্ত্রক সংস্থা অথবা তদন্তকারী সংস্থা চিটফান্ড সংক্রান্ত খবর পেলে তথ্য তুলে দেবে সিবিআইয়ের হাতে
এখানেই শেষ নয়। নতুন অর্ডিন্যান্স অনুযায়ী, এসপি পদমর্যাদার আধিকারিকের অনুমতি নিয়ে থানার ওসি পদমর্যাদার সিবিআই আধিকারিক তাঁর এক্তিয়ারভুক্ত এলাকার যে কোনও জায়গায় পরোয়ানা ছাড়াই তল্লাশি চালাতে পারবেন।
advertisement
কেন তল্লাশি সেটা সিবিআই আধিকারিককে লিখে রাখতে হবে ৷ প্রয়োজনে তিনি নথিপত্রও বাজেয়াপ্ত করতে পারবেন ৷ এ কাজে বাধা পেলে বলপ্রয়োগ করতে পারবে সিবিআই। তল্লাশিতে গিয়ে দরজা বন্ধ থাকলে তা ভাঙতেও পারবে ৷
আরও পড়ুন : Rising India Summit 2019: ‘সবকা সাথ, সবকা বিকাশ’ আমাদের মূলমন্ত্র: মোদি
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
চিটফান্ড বন্ধে কেন্দ্রের নয়া অর্ডিন্যান্স, রাজ্য সরকারের অনুমতি লাগবে না, তল্লাশিতে বাধা পেলে বলপ্রয়োগ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement