২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ কোন কোন খাতে? জানাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

Last Updated:

মঙ্গলবার দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য প্রধানমন্ত্রীর ঘোষণার বিস্তারিত বিবরণ দেবেন নির্মলা সীতারমণ

#নয়াদিল্লি :আজ বিকেল চারটেয় বড় ঘোষণা ৷ মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর ঘোষণা করা ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজের কোন খাতে কত খরচ হবে এই বিষয়ে বিস্তারিত বিবরণ দেবেন অর্থমন্ত্রী  নির্মলা সীতারামণ ৷
করোনা ভাইরাস নিয়ে সারা দেশ এক গভীর সংকটে ৷ এরই মধ্যে মঙ্গলবার দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করলেন ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ৷ যা ভারতের জিডিপি-র ১০ শতাংশ ৷ আর এই বিশাল অর্থের রাশি কোন খাতে কীভাবে ব্যবহার হবে তার সম্পর্কে বিস্তারিত জানাবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ৷
advertisement
advertisement
বুধবার দিন দেশের অর্থমন্ত্রী পরিষ্কার করে জানিয়ে দেবেন প্রধানমন্ত্রীর বরাদ্দ করা আর্থিক প্যাকেজের বিশাল রাশি কোন সেক্টরে কীভাবে ব্যবহার করা হবে ৷ এই প্যাকেজের সবচেয়ে বড় অংশ বরাদ্দ হবে শ্রমিক শ্রেণি ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোগপতিদের জন্য ৷ প্রধানমন্ত্রী-র এত বড় ঘোষণার পর মঙ্গলবার উদ্যোগপতিরা অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ৷ কারণ কোভিড ১৯ -র সংক্রমণ ও তার জেরে লকডাউনের ফলে সারা দেশের উৎপাদন চক্র স্তব্ধ হয়ে আছে এবং আর্থিক স্থিতাবস্থা তৈরি হয়েছে ৷ প্রধানমন্ত্রীর দেওয়া এই আর্থিক বরাদ্দে ফের সচল হয়ে উঠবে ভারতের অর্থনীতি এমনটাই মনে করেছেন তাঁরা ৷
advertisement
প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘এর আগের ঘোষণা, রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণা সব মিলিয়ে দেশবাসীকে মোট ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ দেওয়া হল ৷ যা সারা দেশের জিডিপি-র ১০ শতাংশ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই বিষয়ে বিস্তারিত জানাবেন ৷ ’
সিআইআই-র পক্ষ থেকে চন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী জমি, শ্রম, নগদ আর আইনকে সরল করার বিষয়ে বলেছেন, আমরা একে স্বাগত জানাচ্ছি ৷ এখন অর্থনীতি একটা বড় চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাবে ৷ এই চারটি ক্ষেত্রে পরিবর্তন দেশের আর্থিক বৃদ্ধি ঠিক হবে৷ ফিকি -র পক্ষ থেকে সঙ্গীতা রেড্ডি পাঁচটি আধারের উল্লেখ করেছেন ৷ তিনি বলেছেন,অর্থব্যবস্থা, বুনিয়াদি পরিকাঠামো, ব্যবস্থা, জনসংখ্যা, আর চাহিদা এই পাঁচটি জিনিসের ওপর ভর দিয়ে ভারত ফের একবার উন্নয়নের রাস্তায় হাঁটবে ৷ তিনি আশা ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যখন এই প্যাকেজের রূপরেখা ঘোষণা করবেন তখন গরীব -দুঃস্থ , উদ্যোগপতি ও সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রাখা হবে ৷ ভারতকে আত্মনির্ভর করতে হলে শ্রম, জমি ও নগদের জোগানের ওপর জোর দিতে হবে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ কোন কোন খাতে? জানাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement