corona virus btn
corona virus btn
Loading

বিজেপি-র সমর্থনে নীতীশের শপথ, আজ বিধানসভায় আস্থাভোট

বিজেপি-র সমর্থনে নীতীশের শপথ, আজ বিধানসভায় আস্থাভোট
File Photo

শুক্রবার বিধানসভায় আস্থাভোট। জেডিইউ-বিজেপি জোট যে সেই পরীক্ষাতেও উতরে যাবে তা একরকম নিশ্চিত।

  • Share this:

#পটনা: বিহারের কুরসি ধরে রাখতে রাতারাতি বন্ধু-বদল। চার বছর পর ঘর ওয়াপসি নীতীশ কুমারের।  ইস্তফার চব্বিশ ঘণ্টার মধ্যে বিজেপিকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার ষষ্ঠবারের জন্য  ফের মুখ্যমন্ত্রী পথে শপথ নিলেন তিনি। উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীল মোদি। আজ বিধানসভায় আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবে জেডিইউ-বিজেপি জোট।

বরাবরই চমকে সিদ্ধহস্ত নীতীশ কুমার। বুধবার, তাঁর ইস্তফাতেও ছিল চমক। রাতভর চলা নাটকেও একের পর এক ইউ টার্ন। তার জেরেই বিহারে রাতারাতি পালাবদল। গদি ধরে রাখতে এবার আরজেডি-র হাত ছেড়ে এনডিএ-তেই ফিরলেন নীতীশ। বুধবার ইস্তফার চব্বিশ ঘণ্টার মধ্যে পুরনো বন্ধু বিজেপির হাত ধরে ফের বিহারে সরকার গড়লেন তিনি। শপথ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে।

বিহারের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীল মোদি। চার বছর পর নীতীশের ঘরে ফেরা নিয়ে বিহারে এনডিএ জোটের স্মৃতিই উসকে দিয়েছেন তিনি।

শুক্রবার বিধানসভায় আস্থাভোট। জেডিইউ-বিজেপি জোট যে সেই পরীক্ষাতেও উতরে যাবে তা একরকম নিশ্চিত। কিন্তু, মণিপুর বা গোয়ার মতো বিহারেও বিজেপির রাতারাতি ক্ষমতায় চলে আসা নিয়ে অনেক প্রশ্ন উঠে গিয়েছে। সত্যিই কী রাতারাতি পালাবদল, নাকি আগে থেকেই তৈরি ছিল চিত্রনাট্য?

First published: July 28, 2017, 3:25 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर