Army Soldiers Killed: ফের রক্তাক্ত উপত্যকা, জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে ৫ ভারতীয় সেনার মৃত্যু!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
ফের জম্মু-কাশ্মীরে (Jammu And Kashmir) শহিদ ভারতীয় সেনার ৫ সদস্য (Army Soldiers Killed)।
#পুঞ্চ: দুর্গাপুজোর ষষ্ঠীতে খারাপ খবর। ফের জম্মু-কাশ্মীরে (Jammu And Kashmir) শহিদ ভারতীয় সেনার ৫ সদস্য (Army Soldiers Killed)। এক অফিসার-সহ ৪ জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা িগয়েছে (Army Soldiers Killed)। সেনা সূত্রে খবর, সোমবার জম্মু-কাশ্মীরের পুঞ্চে (Jammu And Kashmir) জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় ভারতীয় সেনার। এনকাউন্টারের সময় গুলি লেগে ৫ সেনার মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন অফিসার ও ৪ জন জওয়ান রয়েছেন (Army Soldiers Killed)। সোমবার ভোরে অ্যান্টি-ইনসার্জেন্সি অপারেশন চালু করে ভারতীয় সেনা। খবর পাওয়া গিয়েছিল, সুরানকোটের কাছে ডেরা কি গলিতে লুকিয়ে রয়েছে জঙ্গিরা।
লুকিয়ে থাকা জঙ্গিদের কাছে বহু অস্ত্র রয়েছে বলে জানতে পেরেছিল ভারতীয় সেনা। এরপরই সেখানে অভিযান চালায় সেনা। তল্লাশি অভিযান চালানোর সময় ভারতীয় সেনার উপর গুলি চালায় জঙ্গিরা। ভারতীয় সেনার এক জুনিয়র কমিশনড অফিসার বা জেসিও এবং চার জওয়ানের গুলি লাগে। প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে ভারতীয় সেনার তরফে। এখনও জঙ্গি ও সেনার গুলির লড়াই চলছে বলে জানা গিয়েছে। এলওসি পার করে পুঞ্চের ছামড়ের ফরেস্টের কাছে বহু জঙ্গির লুকিয়ে থাকার খবর রয়েছে সেনার কাছে।
advertisement
One JCO & 4 jawans of Indian Army sustained critical injuries during the anti-terror operation in Poonch, J&K today. They were rushed to the nearest medical facility where they succumbed to injuries: Defence PRO, Jammu https://t.co/FKjto71CZ7
— ANI (@ANI) October 11, 2021
advertisement
advertisement
J-K: JCO, 4 soldiers lost their lives during counter-terrorist operation in Pir Panjal ranges Read @ANI Story | https://t.co/LL3jAEQN5h #CounterTerroristOperation pic.twitter.com/SAbprRLLjA
— ANI Digital (@ani_digital) October 11, 2021
গত ৮ অক্টোবরই উপত্যকায় জঙ্গিহামলা হয়। জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) শ্রীনগরে একটি স্কুলের অধ্যক্ষ-সহ দুই শিক্ষককে খুন করার পর ওইদিন পুলিশের উপর হামলা হয় নাতিপোরায় (Srinagar Police in Natipora)। শ্রীনগর পুলিশের উপর হামলা চালানো হয় বলে জানা গিয়েছে। পুলিশের পাল্টা গুলিতে খতম করা হয় এক লস্কর-এ-তৈবা জঙ্গিকে (J&K LeT Militant Killed)। শ্রীনগর পুলিশ সূত্রে খবর, জম জম হোটেল কমপ্লেক্সের কাছে শ্রীনগর পুলিশ ফোর্সের উপর হামলা চালানো হয় (J&K LeT Militant Killed)। এলাকায় নতুন করে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছিল এবং চরম আতঙ্ক ছড়ায়। এক জঙ্গি পালিয়ে যায় ওই দিনের অপারেশনে, তবে বিপুল পরিমাণে আগ্নোয়াস্ত্র উদ্ধার করে পুলিশ (J&K LeT Militant Killed)।
advertisement
জম্মু-কাশ্মীর পুলিশের তরফে ট্যুইট করে বলা হয়, 'শ্রীনগরের পুলিশের উপর জঙ্গিরা হামলা চালায়। পুলিশ পাল্টা হামলা করে। এনকাউন্টারের সময় এক জঙ্গিকে খতম করা হয়েছে। আরেকজন পালিয়ে গিয়েছে। প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় জানা গিয়েছে।' পুলিশের দাবি, নিহত জঙ্গির নাম আকিব বাশির কুমার, শোপিয়ানের ট্রেনজের বাসিন্দা। লস্কর-এ-তৈবার সঙ্গে যোগ ছিল আকিবের।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 11, 2021 2:25 PM IST