J&K LeT Militant Killed: উপত্যকায় ফের পুলিশের উপর হামলা, পাল্টা এনকাউন্টারে খতম এক লস্কর জঙ্গি
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
শ্রীনগর পুলিশ সূত্রে খবর, জম জম হোটেল কমপ্লেক্সের কাছে শ্রীনগর পুলিশ ফোর্সের উপর হামলা চালানো হয় (J&K LeT Militant Killed)।
#জম্মু-কাশ্মীর: ফের উপত্যকায় জঙ্গিহামলা। জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) শ্রীনগরে একটি স্কুলের অধ্যক্ষ-সহ দুই শিক্ষককে খুন করার পর এবার পুলিশের উপর হামলা হল নাতিপোরায় (Srinagar Police in Natipora)। শ্রীনগর পুলিশের উপর হামলা চালানো হয় বলে জানা গিয়েছে। পুলিশের পাল্টা গুলিতে খতম করা হয়েছে এক লস্কর-এ-তৈবা জঙ্গিকে (J&K LeT Militant Killed)। শ্রীনগর পুলিশ সূত্রে খবর, জম জম হোটেল কমপ্লেক্সের কাছে শ্রীনগর পুলিশ ফোর্সের উপর হামলা চালানো হয় (J&K LeT Militant Killed)। এলাকায় নতুন করে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে এবং চরম আতঙ্ক ছড়িয়েছে। এক জঙ্গি পালিয়ে গিয়েছে, তবে বিপুল পরিমাণে আগ্নোয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ (J&K LeT Militant Killed)।
Jammu and Kashmir: A terrorist was neutralised and another escaped during an encounter after terrorists fired upon the Srinagar Police team (Visuals deferred by unspecified time) pic.twitter.com/KdGLtPIQXw
— ANI (@ANI) October 8, 2021
advertisement
A terrorist was neutralised and another escaped during an encounter after terrorists fired upon the Srinagar Police team. Arms & ammunition were recovered. Details awaited: J&K Police
— ANI (@ANI) October 8, 2021
advertisement
জম্মু-কাশ্মীর পুলিশের তরফে ট্যুইট করে বলা হয়েছে, 'শ্রীনগরের পুলিশের উপর জঙ্গিরা হামলা চালায়। পুলিশ পাল্টা হামলা করে। এনকাউন্টারের সময় এক জঙ্গিকে খতম করা হয়েছে। আরেকজন পালিয়ে গিয়েছে। প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় জানা গিয়েছে।' পুলিশের দাবি, নিহত জঙ্গির নাম আকিব বাশির কুমার, শোপিয়ানের ট্রেনজের বাসিন্দা। লস্কর-এ-তৈবার সঙ্গে যোগ ছিল আকিবের।
advertisement
বৃহস্পতিবারই শ্রীনগরের ইদগাহ এলাকার গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল-এ (Srinagar Attack) জঙ্গিহামলা চলে। এর দু'দিন আগেই তিন সাধারণ নাগরিক নিহত হন জঙ্গিদের গুলিতে। এই ঘটনায় ওই এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ৷ কারা এই ঘটনা ঘটাল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে যে, শিক্ষক একজন কাশ্মীরি পণ্ডিত এবং শিক্ষিকা শিখ সম্প্রদায়ের৷
advertisement
চলতি বছরে এখনও পর্যন্ত জঙ্গিদের হাতে জম্মু-কাশ্মীরে ২৩ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। তার মধ্যে শ্রীনগরে আট জন, পুলওয়ামা ও অনন্তনাগে চার জন করে, কুলগামে তিন জন, বারামুল্লায় দু'জন এবং বদগাম ও বান্দীপোরাতে এক জন করে নিহত হয়েছেন।
Location :
First Published :
October 08, 2021 10:49 PM IST

