থাকছে নগদ পুরস্কার, দেশবাসীকে সচেতন করতে এবার ‘Fit India Quiz’ নিয়ে আসছে সরকার!
- Published by:Pooja Basu
Last Updated:
অলিম্পিক্সে একদিকে যখন দেশ লড়ছে, অন্য দিকে তখন দেশকে ফিট রাখতে কুইজের ব্যবস্থা করছে সরকার।
Aman Sharma
#নয়াদিল্লি: ফিট ইন্ডিয়া মুভমেন্টের পর এবার ফিট ইন্ডিয়া কুইজ (Fit India Quiz) নিয়ে হাজির হচ্ছে মোদি সরকার। আগামী মাস থেকেই এর কাজ শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে। খানিকটা বোর্নভিটা কুইজ (Bournvita Quiz) কনটেস্টের ধাঁচে এই কুইজটিকে সাজানো হয়েছে। খানিকটা সাজানো হয়েছে কৌন বনেগা ক্রোড়পতি (Kaun Banega Crorepati) বা KBC স্টাইলে। ব়্যাপিড ফায়ার থেকে ফোন আ টিচার- সবই থাকতে পারে এর মধ্যে।
advertisement
অলিম্পিক্সে একদিকে যখন দেশ লড়ছে, অন্য দিকে তখন দেশকে ফিট রাখতে কুইজের ব্যবস্থা করছে সরকার। কী থাকছে এই কুইজে, কারা অংশগ্রহণ করতে পারেন আর কারাই বা প্রতিযোগী নির্বাচন করবেন, সেই সব তথ্যের হদিশ করেছিল নিউজ ১৮।
advertisement
একটি ওয়ার্ল্ড ক্লাস অনলাইন ও ব্রডকাস্টিং প্রজেক্টের চিন্তাভাবনা শুরু হয়েছিল বেশ কয়েক দিন আগে। তারই ফল স্বরূপ এই ফিট ইন্ডিয়া কুইজ আসছে। যার জন্য রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আগামী মাস থেকে। দেশের প্রত্যেক স্কুল থেকে দুইয়ের অধিক পড়ুয়াকে নির্বাচন করা হবে। প্রথমে স্কুলগুলি নির্বাচন করে পাঠাবে, তার পর নির্বাচিত সম্ভাব্য় প্রতিযোগীদের NTA বা ন্যাশনাল টেস্টিং এজেন্সির পরীক্ষা দিতে হবে অনলাইনে। পরীক্ষায় পাশ করলে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া হবে। এক্ষেত্রে প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ৩২টি করে স্কুলের পড়ুয়ারা এই স্টেট রাউন্ডে অংশ নেওয়া সুযোগ পাবে। যেখানে তাদের প্রশিক্ষণ দেবেন প্রফেশনাল কুইজ মাস্টাররা। পরে তাদের মধ্যে থেকে প্রত্যেকটি রাজ্যের একজনকে বেছে নেওয়া হবে চ্যাম্পিয়ন হিসেবে। পরে এমন ৩৬ জনকে নিয়ে হবে জাতীয় স্তরের কুইজ প্রতিযোগিতা। যা একটি বেসরকারি খেলার চ্যানেলের পাশাপাশি অন্যান্য চ্যানেলে টেলিকাস্ট করা হবে।
advertisement
এই প্রজেক্ট অনুযায়ী জাতীয় স্তরের কুইজে বেশ কিছু বিষয় থাকবে যা দর্শকদের নজর কাড়বে। তার মধ্যে রয়েছে ফোন আ টিচার অফ আ স্কুল বা পেরেন্ট, বাজার রাউন্ড, অডিও-ভিডিও দেখে চিনে নেওয়ার রাউন্ড ইত্যাদি। এই কুইজ প্রতিযোগিতাটিতে ভারতের ইতিহাস ও খেলা নিয়ে নানা প্রশ্ন করা হবে। থাকবে দেশের সাবেকি খেলা, যোগ অভ্যাস-সহ আরও অনেক কিছু। কমনওয়েলথ, খেলো ইন্ডিয়া, অলিম্পিক্স, এশিয়ান গেমস নিয়ে প্রশ্ন করা হবে।
advertisement
প্রজেক্টে আরও বলা হয়েছে, ভারতীয় দর্শকদের মধ্যে কুইজের একটা চাহিদা রয়েছে। দেশের অন্যতম জনপ্রিয় শো বোর্নভিটা কুইজ থেকে তা স্পষ্ট। ফলে সেই দিকটা মাথায় রেখে এই গ্র্যান্ড প্রজেক্টকে কুইজের আকারে তৈরি করা হয়েছে।
প্রতিযোগিতার জন্য সংস্থার সঙ্গে চুক্তি-
জানা গিয়েছে, এই ফিট ইন্ডিয়া কুইজের স্টেট রাউন্ডের জন্য কোনও একটি সংস্থার সঙ্গে চুক্তি করা হবে। প্রত্যেকটি রাজ্যে জন্য ২ জন করে কুইজ মাস্টার নির্বাচন করবে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। এই স্টেট রাউন্ডের খেলার কাজ শেষ হবে ৩০ দিনের মধ্যে যাতে ৫০০টি মাল্টিমিডিয়া প্রশ্ন দিয়ে সহায়তা করবে সংস্থাটি। প্রত্যেকটি মাল্টিমিডিয়া প্রশ্নের জন্য ১০ সেকেন্ড ধার্য হবে। এই স্টেট লেভেলের কুইজটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ওয়েবকাস্ট করা হবে।
advertisement
পরে ৩৬টি স্কুল নিয়ে একটি টিম তৈরি করা হবে জাতীয় স্তরের জন্য। এখানে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল এই তিনটি রাউন্ড থাকবে। এই পুরোটাই টিভিতে ও সোশ্যাল মিডিয়ায় ব্রডকাস্ট করা হবে। যাতে দেশের একটা বড় অংশ এটি দেখতে পারে।
প্রতিযোগিতায় নগদ পুরস্কারেরও ব্যবস্থা করা হচ্ছে।
কোথা থেকে এল এই চিন্তাভাবনা ?
advertisement
২০১৯ সালের অগাস্ট মাসে ফিট ইন্ডিয়া মুভমেন্ট-এর (Fit India Movement) প্রচলন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। যাতে দেশের প্রত্যেকটি মানুষ শরীর নিয়ে সচেতন হয় এবং ফিট থাকে। আর এখান থেকেই এই ফিট ইন্ডিয়া কুইজের জন্ম। সার্ভে করে দেখা গিয়েছে কুইজের প্রতি ভালোবাসা রয়েছে মানুষের। তাই কুইজের মাধ্যমে ফিট থাকার বার্তাকে যাতে আরও বেশি করে পৌঁছে দেওয়া যায়, তার জন্য এই প্রজেক্ট শুরু হচ্ছে।
advertisement
এই প্রজেক্টের মাধ্যমে বাচ্চারা জাতীয় স্তরে, টিভির পর্দায় ফিটনেস সম্পর্কে নিজেদের জানা অজানা ও জ্ঞান প্রকাশের সুযোগ পাবে। তাদের দেখে দেশের আর পাঁচটাও বাচ্চাও ফিটনেস বা শরীরচর্চা নিয়ে ভাববে এবং তারাও এটি নিয়ে জানতে চাইবে। তাতে বাচ্চাদের সঙ্গে সঙ্গে পরিবারের মধ্যেও ফিটনেস ব্যাপারটি প্রবেশ করবে।
এই প্রতিযোগিতায় যে কোনও বয়সের বাচ্চারাই অংশগ্রহণ করতে পারবে। তবে, জানা যাচ্ছে, কুইজের প্রশ্নগুলি এমনভাবে তৈরি করা হবে, যাতে ক্লাস ৮-এর বাচ্চা বা তার থেকে বড়রা উত্তর দিতে পারে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 03, 2021 12:04 PM IST