৫০ বছরে প্রথমবার! R-Day Parade সম্ভবত থাকবেন না কোনও প্রধান অতিথি, ভারত সফর বাতিল বরিসের

Last Updated:

বরিস জনসনকে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত করা হয়েছিল। তবে ব্রিটেনে দ্রুত নতুনভাবে ছড়িয়ে পড়া করোনার ভাইরাসের কারণে জনসন তার সফর বাতিল করেছেন।

#নয়াদিল্লি: ভারত সফর বাতিল করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন৷ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করে সে কথা জানিয়েছেন। মঙ্গলবার পিএমও অফিসে এ তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে ভারত সফরের আমন্ত্রণের জন্য প্রধানমন্ত্রী মোদিকে তিনি ধন্যবাদ জানান। তবে ব্রিটেনে নতুন ধরনের করোনা সংক্রমণ দেখা দেওয়ায় তিনি ভারত সফরের কোনও ঝুঁকি নেননি৷ ভারতে না আসতে পারায় তিনি বিশেষভাবে দুঃখপ্রকাশ করেছেন। প্রতি বছর প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন বিদেশের কোনও রাষ্ট্রনেতা৷ সম্ভবত ৫০ বছরে এই প্রথমবার কোনও প্রধান অতিথি উপস্থিত থাকবেন না আর-ডি প্যারেডে৷
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অদূর ভবিষ্যতে ভারত সফরের জন্য আগ্রহ প্রকাশ করেছেন।
বরিস জনসনকে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত করা হয়েছিল। তবে ব্রিটেনে দ্রুত নতুনভাবে ছড়িয়ে পড়া করোনার ভাইরাসের কারণে জনসন তার সফর বাতিল করেছেন।
advertisement
দ্রুত ছড়িয়ে পড়া করোনার ভাইরাসের কারণে ব্রিটেনে আবারও কড়া লকডাউন শুরু হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী বরিস জনসন জানান যে হারে সংক্রমণ ছড়াচ্ছে তা "অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক"।
advertisement
করোনার ভাইরাসের কথা মাথায় রেখে প্রজাতন্ত্র দিবস উদযাপনে অনেক পরিবর্তন করা যেতে পারে। কুচকাওয়াজে অংশ নেওয়া সৈন্যদের সংখ্যা কম করা হতে পারে। এটির সাহায্যে প্যারেডের শারীরিক দূরত্ব বজায় থাকবে। করোনা ভাইরাসের প্রেক্ষিতে প্যারেডের উপস্থিতি কম থাকবে। প্রতি বছর রাজপথে প্রজাতন্ত্র দিবস উদযাপনে দেশের সামরিক শক্তি, সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য এবং আর্থ-সামাজিক অগ্রগতির উপস্থাপন করা হয়। তবে এবার প্যারেডকে ঘিরে সতর্কতা বজায় থাকবে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৫০ বছরে প্রথমবার! R-Day Parade সম্ভবত থাকবেন না কোনও প্রধান অতিথি, ভারত সফর বাতিল বরিসের
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement