Jammu and Kashmir Open Air Floating Theater: ডাল লেকের বুকে নতুন 'দুনিয়া'! দেখুন জম্মু-কাশ্মীরের প্রথম ভাসমান ওপেন এয়ার থিয়েটারের ভিডিও...

Last Updated:

পর্যটনকে আরও নতুনত্ব ও শক্তিশালী করে তুলতেই এই ভাসমান ওয়েন এয়ার থিয়েটারের উদ্বোধন করা হল (Jammu and Kashmir Open Air Floating Theatre)।

ডাল লেকের বুকে নতুন 'দুনিয়া'! দেখুন জম্মু-কাশ্মীরের প্রথম ভাসমান ওপেন এয়ার থিয়েটারের ভিডিও...
ডাল লেকের বুকে নতুন 'দুনিয়া'! দেখুন জম্মু-কাশ্মীরের প্রথম ভাসমান ওপেন এয়ার থিয়েটারের ভিডিও...
#শ্রীনগর: 'ঝিলো কা শহরে' যেন এক নতুন দুনিয়া খুলে গেল। জম্মু-কাশ্মীরের ডাল লেকে উদ্বোধন হল সেখানকার প্রথম ভাসমান ওপেন এয়ার থিয়েটারের (Jammu and Kashmir Open Air Floating Theater)। আইকনিক সপ্তাহের সেলিব্রেশনের শেষক্ষণে জম্মু-কাশ্মীরের মুখ্যসচিব অরুণ কুমার মেহতা এই থিয়েটারের উদ্বোধন করেন (Jammu and Kashmir Open Air Floating Theater)। পর্যটনকে আরও নতুনত্ব ও শক্তিশালী করে তুলতেই এই ভাসমান ওয়েন এয়ার থিয়েটারের উদ্বোধন করা হল (Jammu and Kashmir Open Air Floating Theater)।
আরও পড়ুন: উত্তরাখণ্ডে দুর্ঘটনাগ্রস্থ পাঁচ পর্যটকের কফিনবন্দি দেহ ফিরল কলকাতায়
এমনিতেই জম্মু-কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য্যে মুগ্ধ গোটা বিশ্ব। ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে। বলিউডের পরিচালকেরা একে 'ফোটোগ্রাফার্স প্যারাডাইস' অর্থাৎ ছবিগ্রাহকদের স্বর্গ বলে থাকেন। শনিবার এই থিয়েটার উদ্বোধন উপলক্ষে শিকারার র‍্যালি করা হয়। নেহরু পার্ক থেকে কবুতর খানা পর্যন্ত আলোর মালায় সাজিয়ে এই প্রদর্শনী চলে। স্থানীয় শিল্পীরা গান ও নাচের মাধ্যমে এক দারুণ সন্ধ্যা উপহার দেন পর্যটক ও স্থানীয়দের। বলিউডের 'কাশ্মীর কি কলি' ছবিটি এদিন দেখানো হয় দর্শকদের।
advertisement
advertisement
জম্মু-কাশ্মীরের পর্যটন ও সংস্কৃতি সচিব শরমদ হাফিজ বলেছেন, কেন্দ্রশাসিত এই অঞ্চলের পর্যটনে বিশাল ভূমিকা নেবে এই ভাসমান ওপেন এয়ার থিয়েটার। তিনি আরও বলেছেন, 'সন্ধেবেলায় এখানে নানা ধরনের কার্যকলাপের চাহিদা দীর্ঘদিন ধরেই গড়ে উঠেছিল। সেখানে ওপেন এয়ার থিয়েটার বেশ অন্যরকম এক অভিজ্ঞতা হবে। কাশ্মীরের পর্যটনে এর দারুণ প্রভাব পড়বে। শিকারা, হাউজবোট মালিক ও হোটেল মালিকেরা পর্যটকদের দু'হাতে কাশ্মীরে আসার অনুরোধ করছেন। এখানে গোটা পর্যটন শিল্পের সঙ্গে জড়িতদের করোনার টিকা দেওয়া হয়ে গিয়েছে। করোনাবিধি মেনেই এখানে পর্যটন চলছে। শীতকাল আসছে, আশা করি বহু মানুষ এবার কাশ্মীরে বেড়াতে আসবেন।'
advertisement
. .
আরও পড়ুন: শীত না আসতেই খুশি কেড়ে নিচ্ছে খুশকি? ঘরোয়া উপায়ে রোধ করুন এভাবে...
সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা। বিলাল আহমেদ নামে এক হাউজবোট মালিকের মতে, 'এই ধরনের অনুষ্ঠান খুবই ভালো। এসব হতে থাকলে কাশ্মীরে পর্যটন বাড়বে। আমি সবাইকে অনুরোধ করব কাশ্মীরে বেড়াতে আসতে। এটা একেবারেই নিরাপদ। থিয়েটারটাও দারুণ। আরও অনেক কিছু রয়েছে এখানে পর্যটনের জন্য।'
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Jammu and Kashmir Open Air Floating Theater: ডাল লেকের বুকে নতুন 'দুনিয়া'! দেখুন জম্মু-কাশ্মীরের প্রথম ভাসমান ওপেন এয়ার থিয়েটারের ভিডিও...
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement