Dandruff Problem in Winters: শীত না আসতেই খুশি কেড়ে নিচ্ছে খুশকি? ঘরোয়া উপায়ে রোধ করুন এভাবে...
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
বাজারচলতি শ্যাম্পু না কিনে ঘরোয়া কয়েকটি উপায়ে এই সমস্যার সমাধান করুন (Dandruff Problem in Winters)।
সারা বছর খুশকির সমস্যায় জেরবার থাকেন অনেকেই। শীতকালে তাঁদের বিব্রত হওয়ার পালা আরও বেড়ে যায় (Dandruff Problem in Winters)। চুল আঁচড়াবার সময় চিরুনি তো বটেই, খুশকির হাত থেকে রেহাই পায় না জামাকাপড় বা বালিশও। দেখতে খারাপ লাগার পাশাপাশি খুশকির জেরে ব্যাহত হয় চুলের স্বাস্থ্যও (Dandruff Problem in Winters)। বাজারচলতি শ্যাম্পু না কিনে ঘরোয়া কয়েকটি উপায়ে এই সমস্যার সমাধান করুন (Dandruff Problem in Winters)। এতে খুশকি দূর হবে। চুলও ভাল থাকবে।
advertisement
advertisement
advertisement
advertisement
কলার প্যাক: একটি পাকা কলা নিন। তার সঙ্গে নিন এক চামচ মধু ও পাতিলেবুর রস। এগুলি মিশিয়ে যে মিশ্রণটি তৈরি হবে তা মাথার ত্বক ও চুলের গোড়াতে ভাল করে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। এর পর একটি কাপে অল্প অ্যালো ভেরার রস নিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা করে মাথার ত্বকে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর আবার ভাল করে ধুয়ে নিন শ্যাম্পু দিয়ে।
advertisement
advertisement
advertisement