গণেশ চতুর্থীর আগে মুম্বইয়ের 'লালবাগচা রাজার' প্রথম দর্শন, মন জয় করে নিল ভাক্তদের

Last Updated:

Ganesh Chaturthi 2025: আগামী ২৭ আগস্ট সারা দেশে পালিত হতে চলেছে গণেশ চতুর্থী। আর তারই প্রাক্কালে মুম্বইয়ের বিখ্যাত লালবাগচা রাজা-র প্রথম ঝলক উন্মোচিত হয়েছে।

News18
News18
আগামী ২৭ আগস্ট সারা দেশে পালিত হতে চলেছে গণেশ চতুর্থী। আর তারই প্রাক্কালে মুম্বইয়ের বিখ্যাত লালবাগচা রাজা-র প্রথম ঝলক উন্মোচিত হয়েছে। রবিবার এই ঐতিহাসিক মূর্তির প্রকাশে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আবেগ পরিলক্ষিত হয়। গাঢ় ম্যাজেন্ডা রঙের পোশাকে সজ্জিত ‘বাপ্পা’ এবারও ভক্তদের হৃদয় জয় করেছেন।
পুতলাবাই চাওলে অবস্থিত এই মণ্ডপ মুম্বইয়ের সবচেয়ে জনপ্রিয় গণেশ পুজোর মধ্যে একটি। প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ—সাধারণ জনতা থেকে শুরু করে সেলিব্রিটিরাও—ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ‘লালবাগচা রাজার’ দর্শন লাভ করে থাকেন। ‘লালবাগের রাজা’ শুধু একটি মূর্তি নয়, এটি মানুষের বিশ্বাস, আশা ও ঐক্যের প্রতীক।
গণেশ উৎসব মহারাষ্ট্রে এক বিশাল উৎসব হিসেবে পালিত হয় এবং এটি দশ দিন ধরে চলে। এই সময় জুড়ে চলে আরাধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম। উৎসবের শেষ দিনে, ঢাক-ঢোল বাজিয়ে ও “গণপতি বাপ্পা মোরিয়া” ধ্বনির সঙ্গে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্তি ঘটে।
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, লালবাগচা রাজার ইতিহাস ১৯০০ সালের শুরুতে পারেলের কাপড়ের কলগুলির সময় থেকে শুরু। মিল বন্ধ হয়ে যাওয়ার ফলে স্থানীয় মানুষের জীবনে সংকট দেখা দেয়। সেই সময় তাঁরা ভগবান গণেশের কাছে প্রার্থনা করেন, যার ফলস্বরূপ একটি জমি লাভ করেন, যা আজকের লালবাগ মার্কেট।
এই ঐশ্বরিক ঘটনাকে স্মরণ করে ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত হয় লালবাগচা রাজা সর্বজনীন গণেশোৎসব মণ্ডল। সময়ের সঙ্গে সঙ্গে এর জাঁকজমক বহুগুণে বেড়েছে এবং এখন এটি ভারতের অন্যতম শ্রেষ্ঠ গণেশ উৎসবের কেন্দ্রে পরিণত হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গণেশ চতুর্থীর আগে মুম্বইয়ের 'লালবাগচা রাজার' প্রথম দর্শন, মন জয় করে নিল ভাক্তদের
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement