Ukraine Minister: ভারত সফরে আসছেন ইউক্রেনের মন্ত্রী, মেপে পা ফেলতে পারে নয়াদিল্লি

Last Updated:

চার দিনের ভারত সফরে এমিনা জাপারোভার বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি, বিদেশ সচিব বিনয়মোহন কাওয়াত্রা, উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিক্রম মিসরি-র সঙ্গে আলোচনায় বসার কথা

নয়াদিল্লি: ভারত সফরে আসছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী এমিন জ়াপারোভা। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রবিবার নয়াদিল্লি পৌঁছবেন তিনি। গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হয়েছে ইউক্রেনের। সেই যুদ্ধ শুরু হওয়ার পরে এই প্রথম ইউক্রেনের কোনও মন্ত্রী ভারত সফরে আসছেন।
চার দিনের ভারত সফরে জাপারোভা বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি, বিদেশ সচিব বিনয়মোহন কাওয়াত্রা, উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিক্রম মিসরি-র সঙ্গে আলোচনায় বসবেন। এছাড়াও বিদেশ দফতরের বিশেষ সচিব সঞ্জয় ভার্মার মতো গুরুত্বপূর্ণ সরকারি আধিকারিকদের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা।
advertisement
advertisement
বিদেশ দফতরের তরফে শনিবার একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সরকারি স্তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করবেন এমিন। কূটনৈতিক সূত্রের খবর, রুশ আগ্রাসনের বিরুদ্ধে ভারতের নৈতিক সমর্থন চাইতে পারেন তিনি।
সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, ইউক্রেনের বিদেশমন্ত্রী মানবিক কারণে ভারতের কাছ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সাহায্য চাইতে পারেন। তাঁর মধ্যে রুশ হামলায় বিধ্বস্ত হয়ে যাওয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলির বিষয়টি সব থেকে জরুরি। অত্যন্ত ক্ষতিগ্রস্ত ওই উৎপাদন কেন্দ্রগুলি সারানোর জন্য প্রয়োজনীয় উপকরণ পাঠাতে ভারতকে অনুরোধ করতে পারেন।
advertisement
রাশিয়া অবশ্য এই সব বিষয়ে বরাবরই বেশ কয়েক দফা এগিয়ে পদক্ষেপ করেছে। পশ্চিমী দুনিয়ার অধিকাংশ দেশের সমর্থন না পেলেও ভারতের সঙ্গে বরাবরই যোগাযোগ বজায় রেখে এসেছে ক্রেমলিন। পুতিন ইউক্রেনে সেনা অভিযানের নির্দেশ দেওয়ার এক মাস পরেই ভারত সফরে এসেছিলেন সে দেশের বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল। ঠিক এই পরিস্থিতিতে এখনও রাষ্ট্রপুঞ্জে যুদ্ধ নিয়ে মস্কোর বিরুদ্ধে আমেরিকা এবং ইউরোপের দেশগুলির আনা কোনও প্রস্তাব সমর্থন করেনি নয়াদিল্লি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ukraine Minister: ভারত সফরে আসছেন ইউক্রেনের মন্ত্রী, মেপে পা ফেলতে পারে নয়াদিল্লি
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement