Firing Incident: পার্কিং নিয়ে চরম ঝামেলা, সিকিউরিটি গার্ডকে হুমকি, মারধর পাব মালিকের! তারপর...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Firing Incident: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, যেখানে দেখা গিয়েছে নয়ডার পাবের মালিক এক নিরপত্তারক্ষীর সঙ্গে চূড়ান্ত ঝামেলায় জড়িয়েছেন৷ তারপর...
নয়ডা: গ্রেটার নয়ডার একটি আবাসিক সোসাইটিতে ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে৷ পার্কিং নিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে চরম ঝামেলায় জড়িয়ে পড়েন এক ব্যক্তি৷ ঘটনার সময় তিনি নিরাপত্তারক্ষীকে পরপর গুলিও চালান বলে অভিযোগ৷
জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম গৌরব সিসোদিয়া৷ তিনি গ্রেটার নয়ডার একটি পাবের মালিক এবং সেখানে সেক্টর ১৬ বি-তে রাধা স্কাই গার্ডেনে থাকেন৷ অভিযোগ, তিনি নেশার ঘোরেই এই কাণ্ডটি ঘটিয়েছিলেন৷
advertisement
সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা ভিডিওগুলিতে দেখা গিয়েছে যে গৌরব সিসোদিয়া একজন গার্ডের সাথে তর্ক করছেন এবং তাকে বারবার চড় মারছেন। নিরাপত্তারক্ষীকে সেই সময় বলতে শোনা যায়, “আমি আপনাকে চড় মারব কেন? আপনি গরিব মানুষের উপর অত্যাচার করছেন।“ এর জবাবে গৌরব সিসোদিয়া বলেন, “আমি গরিব মানুষকে হয়রানি করছি? আপনি কেন আমার সঙ্গে খারাপ ব্যবহার করছেন৷ আমাকে পারলে একবার ছুঁয়ে দেখাও…।”
advertisement
ঘটনার আর একটি ক্লিপে দেখা গিয়েছে, গৌরব সিসোদিয়া গার্ডদের আঘাত করার পাশাপাশি হুমকিও দিচ্ছেন৷ কিছু মানুষ তাকে আটকে রাখার চেষ্টাও করছিলেন। এরপর তিনি নিরাপত্তারক্ষীদের গালিগালাজ করার পাশাপাশি তাদের নামে মহিলাদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন। একজন লোককে কলার ধরে ধরে তিনি এমনও বলেন যে, “এবার আমি তোমাকে গুলি করব।” জানা গিয়েছে, তিনি এরপর ওই সিকিউরিটি গার্ডের উদ্দেশ্যে ছয়বার গুলিও চালিয়েছেন৷ কপাল ভাল, এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি৷
advertisement
আরও পড়ুন: রান্নার স্টোভে জ্বলছিল ছোলা ভর্তি হাড়ি, দরজা বন্ধ! বোঝার আগেই বিষাক্ত গ্যাস কেড়ে নিল প্রাণ…
শেষ খবর অনুযায়ী পুলিশ ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে৷ ডেপুটি কমিশনার অফ পুলিশ শক্তি মোহন অবস্থি জানিয়েছেন, “আবাসিক কমপ্লেক্সের নিরাপত্তা অফিসারের অভিযোগের ভিত্তিতে আমরা একটি মামলা দায়ের করেছি। আমরা পরবর্তী পদক্ষেপের জন্য সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছি। অপরাধীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে৷”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 15, 2025 4:23 PM IST