#শ্রীনগর: বিধ্বংসী আগুন লাগল হাউসবোটে। নিগেন লেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ছয়টি হাউসবোটে (Fire On Houseboat) আগুন লেগে যায় সোমবার। ঘটনায় এখনও পর্যন্ত কোনও পর্যটকের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হাউসবোট (Srinagar Houseboat) মালিকের পরিবারগুলিতে কিছু ছোটখাটো আঘাত লেগেছে বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে।
ক্ষতিগ্রস্ত হাউসবোট (Fire On Houseboat) মালিকরা হলেন, গোলাম মুহাম্মদ বাদিয়ারী, বশির আহমেদ বাদিয়ারী, আব্দুল রশিদ বাদিয়ারী, ইউসুফ বাদিয়ারী বশির আহমেদ এমনটাই জানা গিয়েছে এখনও পর্যন্ত। তারা জানান, একটি হাউসবোট (Srinagar Houseboat) থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের বোটগুলোকে গ্রাস করে আগুইনের লেলিহান শিখা। যদিও স্থানীয়রা এবং পুলিশ একটি অগ্নিনির্বাপণ অভিযান শুরু করলেও আগুনের দাপট থেকে বাঁচানো যায়নি হাউসবোটগুলিকে। ততক্ষণে বিদ্ধ্বংসী আগুনে হাউসবোটগুলি "যথেষ্টভাবে" পুড়ে গিয়েছে।
ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি বিভাগের এক আধিকারিক জিএনএসকে জানিয়েছেন যে আনুমানিক রাত ২:২৬ নাগাদ আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ছয়টি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে ছুটে যায় (Fire On Houseboat)। তিনি আরও বলেন যে আগুন (Srinagar Houseboat) লেকের নিগেন ক্লাবের দিকে ছিল। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বিস্তারিত আসছে...
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।