Indian Railways: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের একাধিক কোচে আধুনিকীকরণ করা হল অগ্নি নির্বাপণ ব্যবস্থা

Last Updated:

বিশেষ নজর প্যান্ট্রি কার ও জেনারেটর কারে ৷ 

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের একাধিক কোচে আধুনিকীকরণ করা হল অগ্নি নির্বাপণ ব্যবস্থা
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের একাধিক কোচে আধুনিকীকরণ করা হল অগ্নি নির্বাপণ ব্যবস্থা
আগরতলা: ট্রেন এবং স্টেশনে অগ্নি শনাক্তকরণ ও প্রতিরোধ ব্যবস্থা ৷ উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের ২৭২ এসি কোচ, ২১৫৫ নন-এসি কোচে এই ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে। ট্রেন ও স্টেশনে যাত্রীদের নিরাপত্তা আরও বৃদ্ধি করতে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর) একাধিক সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। যাত্রীবাহী ট্রেনের প্যান্ট্রি কার এবং জেনারেটর কার থেকে আগুন ছড়িয়ে পড়ায় ক্ষতির ঘটনা আগে ঘটেছে। সময়মতো লক্ষ্য না করলে এবং নেভানোর ব্যবস্থা না করা হলে এই ধরনের আগুন থেকে মানুষের প্রাণহানী ও সম্পত্তির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
ট্রেন ও স্টেশনগুলিতে অগ্নিকাণ্ড প্রতিরোধ করার লক্ষ্যে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কোচ ও স্টেশনগুলিতে অটোমেটিক ফায়ার ডিটেকশন ও অ্যালার্ম সিস্টেম-এর ব্যবস্থা করেছে। ২০২২-এর এপ্রিল-ডিসেম্বর সময়সীমার মধ্যে ৫৫টি এসি কোচে দেশীয় প্রযুক্তির ফায়ার ডিটেকশন সিস্টেম ও অটো স্টপেজ সিস্টেম স্থাপন করা হয়েছে। যেহেতু পাওয়ার কার ও প্যান্ট্রি কারে অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা বেশি থাকে, তাই ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত ২৭২টি এলএইচবি (লিংক হফম্যান বুশ) এসি কোচের পাশাপাশি অতিরিক্তভাবে ৯৮টি পাওয়ার কার  ও ৩৮টি প্যান্ট্রি কারে ফায়ার ডিটেকশন সিস্টেম স্থাপন করা হয়েছে। এ ছাড়াও, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে ৫০০টি নন-এসি কোচে চুরি-প্রতিরোধ ব্যবস্থা সহ অগ্নি নির্বাপক ব্যবস্থা প্রদান করা হয়েছে, এই অর্থবর্ষের ডিসেম্বর পর্যন্ত ২১৫৫টি নন-এসি কোচে এই ধরণের ব্যবস্থা স্থাপন করা হয়েছে।
advertisement
advertisement
অগ্নিকাণ্ডের ক্ষেত্রে রেলওয়ে স্টেশনগুলিও ঝুঁকিপূর্ণ। তাই বিভিন্ন স্টেশনের বিল্ডিংয়ে অটোমেটিক ফায়ার ডিটেকশন ও অ্যালার্ম সিস্টেমের মতো আধুনিক প্রযুক্তি স্থাপন করা হয়েছে। ২০২২-এর এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ১৩টি স্টেশনে এই ধরণের ফায়ার ডিটেকশন ও অ্যালার্ম সিস্টেম স্থাপন করা হয়েছে। ট্রেন পরিচালনা ও স্টেশনগুলির নিরাপত্তা বৃদ্ধি করতে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে সারা রাত ভ্রমণ করার জন্য ব্যবহৃত সমস্ত এয়ার-কন্ডিশন কোচ ও স্টেশনগুলিতে অগ্রিম সতর্কতার ফায়ার ডিটেকশন সিস্টেম স্থাপন করা হবে।
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের একাধিক কোচে আধুনিকীকরণ করা হল অগ্নি নির্বাপণ ব্যবস্থা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement