দাউ দাউ করে জ্বলছে ওষুধ প্যাকেজিং কারখানা, কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
প্যাকেজিংয়ের উপকরণ ছাড়াও ওষুধপত্র মজুদ থাকায়, আগুন ক্রমে তীব্র আকার নেয়।
#নাসিকঃ নাসিকের কারখানায় ভয়াবহ আগুন। বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন লাগে সাতানপুর এলাকায় একটি ওষুধ প্যাকেজিং কারখানায়। প্যাকিজিংয়ের উপকরণ ছাড়াও বহু ওষুধপত্র মজুদ থাকায়, আগুন ক্রমে ছড়িয়ে পড়ে তীব্র আকার ধারণ করে। দমকলের ১০টি ইঞ্জিন পৌছয় ঘটনাস্থলে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। বেশ কয়েকঘন্টার চেষ্টায় গভীর রাতে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের খবর নেই।
প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্টসার্কিট থেকেই এই আগুন। তবে অন্য কোনও কারণে অগ্নিকান্ড কিনা সে বিষয়ে নিশ্চিত নন দমকল কর্মীরা। পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। আগুন সম্পূর্ণ নেভার পরেই ঘটনার তদন্ত শুরু হবে।
Maharashtra: Fire broke out at a factory in Satanpur area of Nashik today. 10 fire tenders at the spot. pic.twitter.com/U6FWleye2n
— ANI (@ANI) May 7, 2020
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 08, 2020 12:26 PM IST