Delhi Fire accident: ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লির কোচিং সেন্টারে! প্রাণে বাঁচতে দড়ি দিয়ে নামছে পড়ুয়ারা, আহত ৪
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Delhi Fire accident : ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লির এক কোচিং সেন্টারে। বৃহস্পতিবার দিল্লির মুখার্জি নগরে আগুন লাগার ঘটনাটি ঘটে। আগুন লাগার ফলে ছাত্র-ছাত্রীরা তড়িঘড়ি দড়ি ব্যবহার করে বিল্ডিং-এর উপর থেকে নেমে আসে।
দিল্লিঃ ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লির এক কোচিং সেন্টারে। বৃহস্পতিবার দিল্লির মুখার্জি নগরে আগুন লাগার ঘটনাটি ঘটে। আগুন লাগার ফলে ছাত্র-ছাত্রীরা তড়িঘড়ি দড়ি ব্যবহার করে বিল্ডিং-এর উপর থেকে নেমে আসে। প্রর্তক্ষদর্শীদের কথায়, দুপুর ১২.৩০ নাগাদ ধোয়া দেখতে পায় তাঁরা।
#WATCH | People escape using wires as fire breaks out in a building located in Delhi’s Mukherjee Nagar; 11 fire tenders rushed to the site, rescue operation underway
(Source: Delhi Fire Department) pic.twitter.com/1AYVRojvxI
— ANI (@ANI) June 15, 2023
advertisement
পুলিশ সূত্রের খবর, দড়ির সাহায্যে বিল্ডিং থেকে নামতে গিয়ে চার শিক্ষার্থী আহত হয়েছে। সংবাদ সংস্থা এএনআই-এর তথ্য অনুসারে, ঘটনাস্থলে ১১টি দমকল ইঞ্জিন পাঠানো হয়েছে। দমকলকর্মীরা পড়ুয়াদের সুরক্ষিত স্থানে সড়িয়ে নিয়ে গেছে।
advertisement
উদ্ধার অভিযান শুরু হয়েছে। দমকল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কোনও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। পুলিশের দাবি, বিদ্যুতের মিটারে আগুন লেগে যায় এবং যন্ত্রপাতি থেকে ধোঁয়া বের হওয়ার কারণে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে কোচিং সেন্টারের পেছন দিক থেকে নিচে নামতে শুরু করে।
advertisement
দিল্লির ডিসিপি সুমন নালওয়া জানিয়েছেন, ‘আহত কয়েকজন ছাত্রকে কাছের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কোনও গুরুতর ক্ষয়ক্ষতি বা আহতের খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত।’ তিনি বলেন, “আগুন মাত্র এক মিটারে ছড়িয়ে পড়লেও ধোঁয়ার কারণে আতঙ্ক সৃষ্টি হয়। তবে আগুনের কারণে কেউ হতাহত হয়নি। যারা জানালা থেকে ঝাঁপ দিয়েছিলেন তাঁরা সামান্য আহত হয়েছেন,”।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2023 2:18 PM IST