Assam NRC: চূড়ান্ত এনআরসি-তে বাদ ১৯ লক্ষের বেশি, সরকারি ওয়েবসাইট ক্র্যাশ করল
Last Updated:
অসমে প্রকাশিত হয়ে গেল জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা৷ nrcassam.nic.in লিঙ্কে দেখা যাবে এনআরসি তালিকা৷ ৪০ লক্ষের বেশি মানুষের ভাগ্য নির্ধারণ, তাঁরা ভারতীয় না বিদেশি৷
#গুয়াহাটি: অসমে প্রকাশিত হয়ে গেল জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা৷ nrcassam.nic.in লিঙ্কে দেখা যাবে এনআরসি তালিকা৷ ৪০ লক্ষের বেশি মানুষের ভাগ্য নির্ধারণ, তাঁরা ভারতীয় না বিদেশি৷ ১০টা বাজতেই nrcassam.nic.in লিঙ্কে তালিকা প্রকাশিত হয়৷ চূড়ান্ত তালিকায় বাদ পড়ল ১৯ লক্ষ ৬ হাজার ৬৫৭ জনের নাম৷ অশান্তি এড়াতে গোটা অসমে নিশ্চিদ্র নিরাপত্তা৷
Prateek Hajela,State Coordinator,NRC: A total of 3,11,21,004 persons found eligible for inclusion in final NRC leaving out 19,06,657 persons including those who did not submit their claims.Those not satisfied with outcome can file appeal before Foreigners Tribunals. (file pic) https://t.co/HfgIsjZ6lr https://t.co/A73ATaijTC
— ANI (@ANI) August 31, 2019
advertisement
advertisement
অসম জুড়ে ওই সরকারি ওয়েবসাইটে এত মানুষ সার্চ শুরু করে দিয়েছেন যে এই মুহূর্তে সাইটটি ডাউন হয়ে আছে৷ ক্র্যাশ করছে৷ চূড়ান্ত এনআরসি তালিকায় রয়েছে ৩ কোটি ১১ লক্ষ ২১ হাজার ৪ জনের নাম৷ তালিকা প্রকাশ হতেই গোটা অসম কার্যত থমথমে৷ রাস্তায় পুলিশ ও আধাসামরিক বাহিনী টহল দিচ্ছে৷
হোমগার্ড, টাস্ক ফোর্স ও ভিলেজ ডিফেন্স পার্টি মোতায়েন করা হয়েছে অসমে৷ পুলিশ কন্ট্রোল রুম থাকেব ২৪ ঘণ্টা৷ কোনো রকম বিপদে মানুষ জানাতে পারবেন পুলিশকে৷ গোটা ৫১ কোম্পানি আধাসামরিক ফোর্স নামানো হয়েছে৷ সোমবার থেকে অসমে আরও ২০০ বিদেশি ট্রাইবুনাল কাজ শুরু করবে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়এছে, অসম জুড়ে মোট ১০০০টি বিদেশি ট্রাইবুনাল তৈরি হবে বিভিন্ন পর্যায়ে৷
advertisement
আরও ভিডিও: বাংলায় এনআরসি নিয়ে কী বললেন অমিত শাহ
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 31, 2019 10:40 AM IST