India Republic Day 2021: প্রজাতন্ত্র দিবসের প্যারেডেও আত্মনির্ভর ভারত, শো স্টপার Rafale

Last Updated:

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে চার চাঁদ লাগিয়ে দিল গর্বের সেনাবাহিনী ও রাজ্যের ট্যাবলোগুলি৷

#নয়াদিল্লি:  প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান সম্মান ও শ্রদ্ধার সঙ্গে পালন হচ্ছে৷ রাজমার্গে প্রথা মেনেই চলছে প্যারেড৷ সেখানে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, সেনাবাহিনীর তিন উইংয়ের প্রধান সহ প্রমুখ ব্যক্তিত্ব৷
সমস্ত রাজ্যের ট্যাবলোর পাশাপাশি সেনাবাহিনীর নিজস্ব বিভিন্ন অস্ত্র সরঞ্জাম নিয়ে চলে প্যারেড৷ তবে সেরা ছিল যখন ভারতের আকাশে প্রথমবার প্রজাতন্ত্র দিবসের দিন উড়ল রাফাল বিমান৷
advertisement
advertisement
এবারই প্রথম লাদাখের ট্যাবলো অংশ নিয়েছিল এই সম্মানের প্যারেডে৷ প্রতিটা রাজ্যের ট্যাবলোই অংশ নেয়৷
advertisement
advertisement
advertisement
advertisement
এদিকে এর আগে জামনগরের রাজ পরিবারের দেওয়া বিশেষ লাল পাগড়ি পরে নরেন্দ্র মোদি দেশবাসীকে ৭২ তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন৷ প্রথা মেনেই এদিন ন্যাশানাল ওয়ার মিউজিয়ামে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী৷ তাঁর সঙ্গে ছিলেন রাজনাথ সিং৷ এরপর তাঁরা সেখানে প্রয়াত জওয়ানদের স্মরণে কয়েক লাইন লিপিবদ্ধ করেন৷ ভিজিটর্স বুকে তিনি যখন লিখছিলেন তাঁর সঙ্গে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ এছাড়া ছিলেন সিডিএস জেনেরল বিপিন রাওয়ত, এছাড়াও তিন ধরণের সুরক্ষা বাহিনীর প্রধানরা৷
advertisement
এরপর রাজপথে সাধারণতন্ত্র দিবসের বিশেষ প্যারেড উপলক্ষ্যে হাজির হন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও৷
এদিকে দিল্লিতে এদিন অসম্ভব মাত্রায় সুরক্ষাবিধি মানা হচ্ছে৷ পাশাপাশি করোনা পরিস্থিতিতে সবরকমের বিধিও পালন করা হচ্ছে৷
এদিকে ভারতের প্রজাতন্ত্র দিবসকে সম্মান জানাতে গুগল বিশেষ ডুডল তৈরি করেছে৷
সারা পৃথিবীর বিভিন্ন দেশের প্রধানরাও ভারতীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন৷
বাংলা খবর/ খবর/দেশ/
India Republic Day 2021: প্রজাতন্ত্র দিবসের প্যারেডেও আত্মনির্ভর ভারত, শো স্টপার Rafale
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement