School teacher relationship: একই মোটরসাইকেলে স্কুলে আসতেন! শিক্ষক-শিক্ষিকা যা কাণ্ড ঘটালেন, গোটা এলাকায় শোরগোল

Last Updated:

এমনই অভিনব ঘটনা ঘটেছে বিহারের মুজফফরপুরের তুর্কি থানা এলাকায়৷ ওই এলাকার লক্ষ্মীপুরের একটি প্রাথমিক স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা ছিলেন ওই দু জন৷

রাহুল কুমার নামে ওই শিক্ষকের সঙ্গে পানিয়ে যান ওই তরুণী শিক্ষিকা৷
রাহুল কুমার নামে ওই শিক্ষকের সঙ্গে পানিয়ে যান ওই তরুণী শিক্ষিকা৷
মজফফরপুর: রোজ একই মোটরসাইকেলে করে স্কুলে আসতেন দুই শিক্ষক শিক্ষিকা৷ মোটরসাইকেল চড়ে স্কুলে যাতায়াত করতে গিয়ে দু জনের মধ্যে গড়ে উঠেছিল প্রেমের সম্পর্ক৷ এই পর্যন্ত ঠিকই ছিল৷ কিন্তু তার পরই দুই শিক্ষক- শিক্ষিকা যে কাণ্ড ঘটালেন, তাতে গোটা এলাকায় শোরগোল পড়ে গিয়েছে৷ গত ৩০ নভেম্বর থেকেই উধাও হয়ে যান দু জনই৷ পরে জানা যায়, ওই শিক্ষক এবং শিক্ষিকা একসঙ্গে পালিয়ে গিয়েছেন৷
এমনই অভিনব ঘটনা ঘটেছে বিহারের মুজফফরপুরের তুর্কি থানা এলাকায়৷ ওই এলাকার লক্ষ্মীপুরের একটি প্রাথমিক স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা ছিলেন ওই দু জন৷ ওই শিক্ষিকা কিছুদিন আগেই সরকারি পরীক্ষা দিয়ে পাস করার পর ওই স্কুলে চাকরি পান৷
advertisement
advertisement
যাঁর সঙ্গে ওই তরুণীর ঘনিষ্ঠতা গড়ে ওঠে, সেই শিক্ষকের নাম রাহুল কুমার৷ স্কুলে যোগ দেওয়ার পরই রাহুলের সঙ্গে পরিচয় হয় তরুণী ওই শিক্ষিকার৷ দু জনের বাড়ি থেকে স্কুল যাওয়ার পথ একই রুটে হওয়ায় রাহুলের মোটরসাইকেলেই স্কুলে যাতায়াত শুরু করেন ওই শিক্ষিকা৷ এর পরেই গত ৩০ নভেম্বর পালিয়ে যান তাঁরা৷
এই ঘটনার পরই পুলিশের দ্বারস্থ হন নিখোঁজ শিক্ষিকার মা৷ তাঁর মেয়েকে রাহুল নামে ওই শিক্ষক অপহরণ করেছে বলে পুলিশে অভিযোগল দায়ের করেন তিনি৷ অভিযোগ পাওয়ার পর দুই শিক্ষক- শিক্ষিকার খোঁজ শুরু করেছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
School teacher relationship: একই মোটরসাইকেলে স্কুলে আসতেন! শিক্ষক-শিক্ষিকা যা কাণ্ড ঘটালেন, গোটা এলাকায় শোরগোল
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement