Honeytrap racket busted: ছ'টি ঘরে ৫ জন মহিলা, সঙ্গে ৩২ জন পুরুষ! হানা দিয়ে দরজা খুলতেই লজ্জায় মুখ ঢাকল পুলিশ

Last Updated:

এলাকাবাসীর অভিযোগ, ওই বাড়িটিতে এলাকার বাইরের অপরিচিত পুরুষদের ভিড় লেগেই থাকত৷ তা থেকেই সন্দেহ হয় এলাকার বাসিন্দাদের৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
অজমেঢ়: রাজস্থানের অজমেঢ়ের কিশনগড় থানা এলাকায় মধুচক্রের বড়সড় কারবার ফাঁস করল পুলিশ৷ কিশনগড়ের একটি বাড়িতে বেআইনি কারবার চলছে, এই খবর পেয়েই সেখানে হানা দেয় পুলিশ৷ যদিও ওই বাড়িটির কয়েকটি ঘরের দরজা খুলতেই যে দৃশ্য দেখা যায়, তাতে রীতিমতো অস্বস্তিতে পড়ে যান পুলিশকর্মীরাই৷
জানা গিয়েছে, ওই বাড়িটির ছটি ঘরে মোট ৩২ জন পুরুষের সঙ্গে ৫ মহিলা ছিলেন৷ ঘরগুলির ভিতরের দৃশ্য এমনই অস্বস্তিকর ছিল যে পুলিশকর্মীরাই লজ্জায় পড়ে যান৷ জিজ্ঞাসাবাদের পর পাঁচ মহিলাকে ছেড়ে দিলেও ৩২ জন পুরুষকেই গ্রেফতার করে পুলিশ৷
advertisement
advertisement
গত রবিবার কিশনগড়ের গান্ধিনগর এলাকায় এই ঘটনা ঘটে৷ স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়েই ওই বাড়িটিতে হানা দেয় পুলিশ৷ এলাকাবাসীর অভিযোগ, ওই বাড়িটিতে এলাকার বাইরের অপরিচিত পুরুষদের ভিড় লেগেই থাকত৷ তা থেকেই সন্দেহ হয় এলাকার বাসিন্দাদের৷
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ওই বাড়িটির ছটি ঘর থেকে যে ৩২ জন পুরুষকে পাওয়া যায়, তাঁরা অধিকাংশই বিহারের বাসিন্দা৷ ওই এলাকায় কাজ করতে এসেছিলেন তাঁরা৷ ঘর থেকে উদ্ধার হওয়া পাঁচ মহিলাকে নাম ঠিকানা জিজ্ঞেস করে সতর্ক করে ছেড়ে দেয় পুলিশ৷ শান্তিভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হয় ৩২ জন পুরুষকে৷
advertisement
পুলিশ সূত্রে খবর, ওই বাড়িটিতে অপরিচিত পুরুষ মহিলাদের অস্বাভাবিক গতিবিধির অভিযোগ আগেও এসেছিল৷ কিন্তু প্রথমে পুলিশ বিষয়টিকে গুরুত্ব দেয়নি৷ শেষ পর্যন্ত অভিযানে গিয়ে পুলিশকর্মীদেরই চক্ষু চড়কগাছ হওয়ার অবস্থা হয়৷
বাংলা খবর/ খবর/দেশ/
Honeytrap racket busted: ছ'টি ঘরে ৫ জন মহিলা, সঙ্গে ৩২ জন পুরুষ! হানা দিয়ে দরজা খুলতেই লজ্জায় মুখ ঢাকল পুলিশ
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement