Honeytrap racket busted: ছ'টি ঘরে ৫ জন মহিলা, সঙ্গে ৩২ জন পুরুষ! হানা দিয়ে দরজা খুলতেই লজ্জায় মুখ ঢাকল পুলিশ

Last Updated:

এলাকাবাসীর অভিযোগ, ওই বাড়িটিতে এলাকার বাইরের অপরিচিত পুরুষদের ভিড় লেগেই থাকত৷ তা থেকেই সন্দেহ হয় এলাকার বাসিন্দাদের৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
অজমেঢ়: রাজস্থানের অজমেঢ়ের কিশনগড় থানা এলাকায় মধুচক্রের বড়সড় কারবার ফাঁস করল পুলিশ৷ কিশনগড়ের একটি বাড়িতে বেআইনি কারবার চলছে, এই খবর পেয়েই সেখানে হানা দেয় পুলিশ৷ যদিও ওই বাড়িটির কয়েকটি ঘরের দরজা খুলতেই যে দৃশ্য দেখা যায়, তাতে রীতিমতো অস্বস্তিতে পড়ে যান পুলিশকর্মীরাই৷
জানা গিয়েছে, ওই বাড়িটির ছটি ঘরে মোট ৩২ জন পুরুষের সঙ্গে ৫ মহিলা ছিলেন৷ ঘরগুলির ভিতরের দৃশ্য এমনই অস্বস্তিকর ছিল যে পুলিশকর্মীরাই লজ্জায় পড়ে যান৷ জিজ্ঞাসাবাদের পর পাঁচ মহিলাকে ছেড়ে দিলেও ৩২ জন পুরুষকেই গ্রেফতার করে পুলিশ৷
advertisement
advertisement
গত রবিবার কিশনগড়ের গান্ধিনগর এলাকায় এই ঘটনা ঘটে৷ স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়েই ওই বাড়িটিতে হানা দেয় পুলিশ৷ এলাকাবাসীর অভিযোগ, ওই বাড়িটিতে এলাকার বাইরের অপরিচিত পুরুষদের ভিড় লেগেই থাকত৷ তা থেকেই সন্দেহ হয় এলাকার বাসিন্দাদের৷
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ওই বাড়িটির ছটি ঘর থেকে যে ৩২ জন পুরুষকে পাওয়া যায়, তাঁরা অধিকাংশই বিহারের বাসিন্দা৷ ওই এলাকায় কাজ করতে এসেছিলেন তাঁরা৷ ঘর থেকে উদ্ধার হওয়া পাঁচ মহিলাকে নাম ঠিকানা জিজ্ঞেস করে সতর্ক করে ছেড়ে দেয় পুলিশ৷ শান্তিভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হয় ৩২ জন পুরুষকে৷
advertisement
পুলিশ সূত্রে খবর, ওই বাড়িটিতে অপরিচিত পুরুষ মহিলাদের অস্বাভাবিক গতিবিধির অভিযোগ আগেও এসেছিল৷ কিন্তু প্রথমে পুলিশ বিষয়টিকে গুরুত্ব দেয়নি৷ শেষ পর্যন্ত অভিযানে গিয়ে পুলিশকর্মীদেরই চক্ষু চড়কগাছ হওয়ার অবস্থা হয়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Honeytrap racket busted: ছ'টি ঘরে ৫ জন মহিলা, সঙ্গে ৩২ জন পুরুষ! হানা দিয়ে দরজা খুলতেই লজ্জায় মুখ ঢাকল পুলিশ
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement