Maharashtra Doctor Death: পাঁচ মাসে চার বার ধর্ষণ করেছেন পুলিশ অফিসার! মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে আত্মঘাতী তরুণী চিকিৎসক
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
অভিযুক্তের বিরুদ্ধে শারীরিক নির্যাতন এবং মানসিক হয়রানির অভিযোগ তুলে গিয়েছেন মৃত চিকিৎসক৷ ঘটনা সামনে আসার পরই অভিযুক্ত এসআই-কে সাসপেন্ড করা হয়েছে৷
গত পাঁচ মাসে চার বার তাঁকে ধর্ষণ করেছেন পুলিশের একজন সাব ইন্সপেক্টর৷ এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে মহারাষ্ট্রের একটি সরকারি হাসপাতালের ভিতরেই আত্মঘাতী হলেন একজন তরুণী চিকিৎসক৷ নিজের হাতের তালুতে এই চাঞ্চল্যকর অভিযোগ লিখে আত্মঘাতী হন ওই চিকিৎসক৷
শিউরে ওঠার মতো এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের ফলটন উপ জেলা হাসপাতালে৷ গত বৃহস্পতিবার রাতে আত্মঘাতী হন ওই তরুণী চিকিৎসক৷ অভিযুক্ত ওই পুলিশ অফিসারের নাম গোপাল বাদনে৷
অভিযুক্তের বিরুদ্ধে শারীরিক নির্যাতন এবং মানসিক হয়রানির অভিযোগ তুলে গিয়েছেন মৃত চিকিৎসক৷ ঘটনা সামনে আসার পরই অভিযুক্ত এসআই-কে সাসপেন্ড করা হয়েছে৷ প্রশান্ত বাঁকার নামে আরও এক পুলিশ অফিসারের বিরুদ্ধেও হয়রানির অভিযোগ এনেছেন নির্যাতিতা চিকিৎসক৷ নিজের হাতের তালুতে তিনি লিখেছেন, পুলিশ অফিসার গোপাল বাদনে আমার মৃত্যুর জন্য দায়ী৷ সে আমাকে চারবার ধর্ষণ করেছে৷ গত পাঁচ মাস ধরে ওই পুলিশ অফিসারের হাতে আমি ধর্ষণ, শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছি৷
advertisement
advertisement
জানা গিয়েছে, মৃত ওই চিকিৎসক ফলটন উপজেলা হাসপাতালের মেডিক্যাল অফিসার ছিলেন৷ অভিযুক্ত ওই এসআই-এর বিরুদ্ধে ওই এলাকার পুলিশের ডিএসপি-র কাছে গত ১৯ জুন চিঠি লিখে একই অভিযোগ জানিয়েছিলেন তিনি৷ সেই চিঠিতে ফলটন গ্রামীণ এলাকার পুলিশের এই দুই অফিসারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের ডিএসপি-র কাছে আর্জি জানিয়েছিলেন ওই তরুণী চিকিৎসক৷
advertisement
সেই চিঠিতেও তিনি কয়েকজন পুলিশ অফিসারের নাম করে অভিযোগ করেন, আমি প্রচণ্ড চাপের মধ্যে রয়েছি৷ আপনার কাছে অনুরোধ, যথাযথ তদন্ত করে অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিন৷
ওই তরুণী চিকিৎসকের মৃত্যুর পরই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের নির্দেশে অভিযুক্ত ওই সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়৷ ঘটনার কথা জানাজানি হতেই তরুণী চিকিৎসকের মৃত্যুকে ঘিরে প্রবল রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে৷ কয়েক মাস আগে পুলিশের কাছে ওই তরুণী চিকিৎসক অভিযোগ করা সত্ত্বেও কেন সেই অভিযোগপত্রকে গুরুত্ব দেওয়া হয়নি, সেই অভিযোগ তুলেছে কংগ্রেস সহ বিরোধী পক্ষ৷ অভিযুক্ত পুলিশ অফিসারদের চাকরি থেকে বহিষ্কারের দাবিও জানানো হয়েছে৷ ঘটনার যথাযথ তদন্ত করে অভিযুক্তদের দ্রুত শাস্তির আশ্বাস দিয়েছে শাসক জোটের অন্যতম প্রধান শরিক বিজেপি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 24, 2025 4:22 PM IST

