Maharashtra Doctor Death: পাঁচ মাসে চার বার ধর্ষণ করেছেন পুলিশ অফিসার! মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে আত্মঘাতী তরুণী চিকিৎসক

Last Updated:

অভিযুক্তের বিরুদ্ধে শারীরিক নির্যাতন এবং মানসিক হয়রানির অভিযোগ তুলে গিয়েছেন মৃত চিকিৎসক৷ ঘটনা সামনে আসার পরই অভিযুক্ত এসআই-কে সাসপেন্ড করা হয়েছে৷

পুলিশ অফিসারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনে আত্মঘাতী মহিলা চিকিৎসক৷
পুলিশ অফিসারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনে আত্মঘাতী মহিলা চিকিৎসক৷
গত পাঁচ মাসে চার বার তাঁকে ধর্ষণ করেছেন পুলিশের একজন সাব ইন্সপেক্টর৷ এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে মহারাষ্ট্রের একটি সরকারি হাসপাতালের ভিতরেই আত্মঘাতী হলেন একজন তরুণী চিকিৎসক৷ নিজের হাতের তালুতে এই চাঞ্চল্যকর অভিযোগ লিখে আত্মঘাতী হন ওই চিকিৎসক৷
শিউরে ওঠার মতো এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের ফলটন উপ জেলা হাসপাতালে৷ গত বৃহস্পতিবার রাতে আত্মঘাতী হন ওই তরুণী চিকিৎসক৷ অভিযুক্ত ওই পুলিশ অফিসারের নাম গোপাল বাদনে৷
অভিযুক্তের বিরুদ্ধে শারীরিক নির্যাতন এবং মানসিক হয়রানির অভিযোগ তুলে গিয়েছেন মৃত চিকিৎসক৷ ঘটনা সামনে আসার পরই অভিযুক্ত এসআই-কে সাসপেন্ড করা হয়েছে৷ প্রশান্ত বাঁকার নামে আরও এক পুলিশ অফিসারের বিরুদ্ধেও হয়রানির অভিযোগ এনেছেন নির্যাতিতা চিকিৎসক৷ নিজের হাতের তালুতে তিনি লিখেছেন, পুলিশ অফিসার গোপাল বাদনে আমার মৃত্যুর জন্য দায়ী৷ সে আমাকে চারবার ধর্ষণ করেছে৷ গত পাঁচ মাস ধরে ওই পুলিশ অফিসারের হাতে আমি ধর্ষণ, শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছি৷
advertisement
advertisement
জানা গিয়েছে, মৃত ওই চিকিৎসক ফলটন উপজেলা হাসপাতালের মেডিক্যাল অফিসার ছিলেন৷ অভিযুক্ত ওই এসআই-এর বিরুদ্ধে ওই এলাকার পুলিশের ডিএসপি-র কাছে গত ১৯ জুন চিঠি লিখে একই অভিযোগ জানিয়েছিলেন তিনি৷ সেই চিঠিতে ফলটন গ্রামীণ এলাকার পুলিশের এই দুই অফিসারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের ডিএসপি-র কাছে আর্জি জানিয়েছিলেন ওই তরুণী চিকিৎসক৷
advertisement
সেই চিঠিতেও তিনি কয়েকজন পুলিশ অফিসারের নাম করে অভিযোগ করেন, আমি প্রচণ্ড চাপের মধ্যে রয়েছি৷ আপনার কাছে অনুরোধ, যথাযথ তদন্ত করে অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিন৷
ওই তরুণী চিকিৎসকের মৃত্যুর পরই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের নির্দেশে অভিযুক্ত ওই সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়৷ ঘটনার কথা জানাজানি হতেই তরুণী চিকিৎসকের মৃত্যুকে ঘিরে প্রবল রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে৷ কয়েক মাস আগে পুলিশের কাছে ওই তরুণী চিকিৎসক অভিযোগ করা সত্ত্বেও কেন সেই অভিযোগপত্রকে গুরুত্ব দেওয়া হয়নি, সেই অভিযোগ তুলেছে কংগ্রেস সহ বিরোধী পক্ষ৷ অভিযুক্ত পুলিশ অফিসারদের চাকরি থেকে বহিষ্কারের দাবিও জানানো হয়েছে৷ ঘটনার যথাযথ তদন্ত করে অভিযুক্তদের দ্রুত শাস্তির আশ্বাস দিয়েছে শাসক জোটের অন্যতম প্রধান শরিক বিজেপি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra Doctor Death: পাঁচ মাসে চার বার ধর্ষণ করেছেন পুলিশ অফিসার! মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে আত্মঘাতী তরুণী চিকিৎসক
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement